অডিটর ও জুনিয়র অডিটর

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এই পরীক্ষায় সাধারণত বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন এসে থাকে। তাই উপরোক্ত বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো।

বাংলা ভাষা ও সাহিত্য

  • চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি— মানিক দত্ত।
  • ‘পিঙ্গল’ শব্দটির সমার্থক শব্দ—অগ্নি।
  • বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে—এয়ােদশ শতক থেকে।
  • যে স্বরবর্ণটির কোনাে সংক্ষিপ্ত রূপ বা ‘কার’ নেই—অ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের নাম—রাইফেল, রােটি, আওরাত।
  • ‘মেধাবী’ শব্দটির প্রকৃতি-প্রত্যয়—মেধা + বিন্।
  • ঈশ্বরী পাটনী যে মঙ্গলকাব্যের মূল চরিত্র—অন্নদামঙ্গল কাব্য।
  • বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা—৪ টি।
  • কিশাের পত্রিকা আঙ্গুর (১৯২০) সম্পাদনা করেন—ড. মুহম্মদ শহীদুল্লাহ।
  • ‘তারিখ’ শব্দটি যে ভাষার—আরবি।
  • ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার—আব্দুল লতিফ।
  • Prothesis’-এর বাংলা প্রতিশব্দ—আদি স্বরাগম।
  • চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া যায়—৬ টি।
  • ‘আকস্মিক’ শব্দটির বিপরীতার্থক শব্দ—চিরন্তন
  • ‘দেনাপাওনা’ (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছােটগল্প।
  • ‘ভূতপূর্ব’ যে সমাসের উদাহরণ সপ্তমী তৎপুরুষ।
  • যে কবির ডাকনাম ‘বাচ্ছ’ শামসুর রাহমান।
  • ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যে ‘অতি’ পদটি—বিশেষ্যের বিশেষণ।
  • মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আমার যত গ্লানি’ এর লেখক-রশীদ করিম।
  • ‘সে আজ যাবে’ যে ধরনের। বাক্য-বিবৃতিমূলক।
  • চর্যাপদ-এর পদগুলাে রচিত মাত্রাবৃত্ত ছন্দে।
  • বাংলা বাক্যর গঠনপ্রক্রিয়া হলাে— কর্ত+কর্ম+ক্রিয়া।।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি বন্দ্যোপাধ্যায়।
  • ‘ক্ষমা করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশিত রূপ—তিতিক্ষা।
  • বিখ্যাত ‘নিখিলেশ’ চরিত্রটি রবীন্দ্রনাথের যে উপন্যাসের ঘরে-বাইরে।
  • ‘পঞ্চত্ব প্রাপ্তি’ বাগধারাটি যে অর্থ ব্যবহৃত হয়— মারা যাওয়া।
  • ‘বেদের মেয়ে’ জসীমউদদীনের যে ধরনের সাহিত্য— নাটক।
  • কোটাল’ যে শব্দের সমার্থক শব্দ— ঢেউ।
  • সাহিত্যরত্ন’ যার উপাধি—নজিবর রহমান।
  • কবি সেলিম আল দীন-এর প্রকৃত নাম—মইনুদ্দিন আহমেদ।
  • ‘বিপদে মােরে রক্ষা কর’ বাক্যে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি—অপাদানে ৭মী।
  • ‘মানুষের উপর বিশ্বাস হারানাে পাপ’-রবীন্দ্রনাথ যে প্রবন্ধে এ কথা বলেছেন—“সভ্যতার সংকট’ প্রবন্ধে।
  • ‘পদ্মাপাড়’ (১৯৫০) নাটকটির রচয়িতা—জসীমউদদীন।
  • বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়ােজন হলে ব্যবহৃত হয়—সেমিকোলন।

English

  • The word “friendly is a/an-adjective.
  • Plural form of “Sheep’ is— Sheep.
  • What are you angry …? About.
  • A person who is in charge of a museum-Curator.
  • The man is true … his word. —to.
  • The superlative degree of the word ‘Bad’ is—Worst.
  • The meaning of the word obese’ is—Very fat.
  • The government gave … the demands of the people. — Into.
  • ‘Walking is beneficial to health’. Here, ‘walking’ is a/an-Gerund.
  • Nobody … Rohan knew the way.—but.
  • The passive form of the sentence ‘Who can do it?’ is-By whom can it be done?
  • The rich should not look down … the poor.—upon.
  • The phrase “Sine dine’ means—Uncertain.
  • Let me do the work, … ?—will you.
  • The team is … eleven players. -made up of.
  • The meaning of ‘Herculean task’ is—Very difficult task.
  • The child cried for mother.—its.
  • The greater the demand … the price.—the higher.
  • Person who knows or can speak many languages is called—Polyglot.
  • The verb of the word “Ability’ is-Enable.
  • It is time you (to look) for a new job.-looked.
  • A person who believes easily-Credulous.
  • ‘Do you have any vaccine card to take vaccine?’ Here, the determiner is—Any.
  • The expression ‘Take into account’ means—Consider.

Synonyms

  • Transient—Temporal
  • Shun—Avoid
  • Obstacle—Impediment
  • Clandestine—Secret
  • Immense—Vast
  • Indifferent—Uninterested
  • Notable—Distinguished
  • Outing—Excursion
  • Reject—Turn down
  • Succumb—Submit
  • Recall—Remember
  • Weird—Bizarre.

Antonyms

  • Gallant-Coward
  • Postpone-Continue
  • Reckless—Careful
  • Chide—Praise
  • Indolent-Industrious
  • Novice—Experienced
  • Numerous—Few
  • Pertinent-Irrelevant
  • Gigantic—Tiny
  • Valiant-Cowardly
  • Modest— Arrogant.

Spellings

Amateur, Adolescent, Bizarre, Courageous, Colossal, Quarantine, Embarrass, Evanescent, Sacrilegious, Stubborn, Beginning, Transparent, Vacuum, Relevant, Gullible, Aquarium, Impediment, Personnel.

Phrases & Idioms

  • To pay off old scores—To settle a dispute
  • Cut back-Reducing expenditure
  • Olive branch-Symbol of peace
  • Hush money-Money given as bribe
  • Fall into line—Agree
  • A far cry-Long distance
  • Over the moon-Extremely happy.

Translation

  • ছেলেটি দেখতে তার পিতার মত—The boy takes after his father.
  • তার সব চেষ্টায় ব্যর্থ হলো- All his efforts ended in smoke.
  • কর্তৃপক্ষ লােকটিকে তিরস্কার করল—The authority took the man to task.
  • দুর্দিনের জন্য সঞ্চয় করো- Save something for rainy days.
  • কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়- One should not neglect one’s duty.

Literature

  • ‘Pride and Prejudice’ is a novel of — Jane Austen.
  • Queen Cleopatra was a queen of Egypt.
  • Desdemona’ the heroine of the Shakespearean play Othello.
  • Ernest Hemingway is a novelist of—United States.
  • ‘Our sweetest songs are those that tell of saddest thought is a quotation of—P. B. Shelley.
  • Protagonist is a character that indicates—The leading character or actor in a play.
  • The poet of nature in English literature is— William Wordsworth.
  • ‘Caesar and Cleopatra’ is a play by-G. B. Shaw.
  • Writing one’s own life story is known as- Autobiography.
  • A funny imitation of a poem is called—Parody.
  • The writer of the play ‘Volpone’ is-Ben Jonson.
  • Francis Bacon is a/an Essayist.
  • Shakespere’s ‘King Lear is a/an-Tragedy.
  • The father of the modern poetry in English literature is-Geoffrey Chaucer.
  • A statement which is apparently self- contradictory is called, Paradox.

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি

  • দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র— পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র (পটুয়াখালী)।
  • বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎসুবিধার আওতায় আসে—২১ মার্চ, ২০২২।
  • পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।।
  • পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালীতে।
  • ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে – বাংলা ভাষার স্থান-ষষ্ঠ।
  • বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়েছে ছয় দফা দাবির—চতুর্থ দফায়।
  • চিম্বুক পাহাড়ের অবস্থান যে জেলায় বান্দরবান।
  • সােমপুর বিহারের অবস্থান – নওগাঁ জেলায়।
  • টেকসই উন্নয়নে জাতিসংঘের সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি প্রস্তাব প্রদানকারী রাষ্ট্র বাংলাদেশ।
  • ট্রেডিং করপােরেশন অব বাংলাদেশ (টিসিবি) যে মন্ত্রণালয়ের অধীন—বাণিজ্য মন্ত্রণালয়।
  • ট্রেডিং করপােরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিষ্ঠিত হয়—১৯৭২ সালে।
  • মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য—জাগ্রত চৌরঙ্গী (গাজীপুর)।
  • ‘চর বিশ্বাস’ অবস্থিত যে জেলায় পটুয়াখালী।
  • বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত—১২০ কিলােমিটার।
  • দেশের একমাত্র কিশােরী উন্নয়ন কেন্দ্রটির অবস্থান—কোনাবাড়ী, গাজীপুর।
  • এশিয়ান হকি ফেডারেশন কাপে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়— বাংলাদেশ।
  • দক্ষিণ এশিয়ায় দেশ হিসেবে সর্বপ্রথম শতভাগ বিদ্যুতায়নের ঘােষণা দেয়—বাংলাদেশ।
  • বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদস্যপদ লাভ করে—১৯৭৩ সালে।
  • বর্তমানে দেশে কয়লাখনির সংখ্যা—৫টি।
  • দেশে সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয়—২০১০ সালে।
  • পানাম নগরের অবস্থান যে জেলায় নারায়ণগঞ্জ।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। সােভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন—নিকোলাই পদগাের্নি।
  • বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধার সংখ্যা—৪২৬ জন।

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি

  • ২০০৪ সালে অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়—ইউক্রেনে।
  • জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৭ সম্মেলন অনুষ্ঠিত হবে— শারম-আল-শেখ, মিসর।
  • তেল রপ্তানিকারক দেশগুলাের জোট ওপেক প্রতিষ্ঠিত হয়— সেপ্টেম্বর, ১৯৬০।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানাে গণহত্যাকে বলা হয়— হলােকাস্ট।
  • আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবস্থিত—দ্য হেগ, নেদারল্যান্ডস।
  • জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৮ সম্মেলন অনুষ্ঠিত হবে—দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
  • কার্টাগেনা প্রটোকল হলাে—জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি।
  • রসকসমস যে দেশের মহাকাশ সংস্থা—রাশিয়া।
  • ‘এক্সটিঙ্কশন রিবেলিয়ন’ হলাে— জলবায়ু পরিবর্তনবিরােধী সংগঠন।
  • পৃথিবীর রাজধানী বলে খ্যাত—নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাপানের মুদ্রার নাম-ইয়েন।
  • আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী নেটওয়ার্ক সুইফট (SWIFT) এর সদর দফতর—লা হুল্লে, বেলজিয়াম।
  • সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র বর্তমানে—৩০টি।
  • ইউরােপীয়ান ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র বর্তমানে—২৭টি।।
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল—ইউনাইটেড রাশিয়া।
  • নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলােপ সনদ (সিডও) গৃহীত হয়—১৮ ডিসেম্বর, ১৯৭৯।
  • বর্তমানে ওআইসি-এর সদস্য দেশের সংখ্যা—৫৭টি।
  • ন্যাটোর সর্বশেষ (২৪ মার্চ, ২০২২) সম্মেলন হয়— ব্রাসেলস, বেলজিয়াম।
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানাে গ্রসি।
  • মাদার অব অল বােম্বস-এর অধিকারী—যুক্তরাষ্ট্র।
  • ফাদার অব অল বােম্বস-এর অধিকারী—রাশিয়া।
  • বিশ্বের সর্বাধিক ভাষার দেশ—পাপুয়া নিউগিনি।
  • মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়নের (রাশিয়া) মধ্যে পারমাণবিক অস্ত্রের হ্রাসকরণ চুক্তি—SALT-1 এবং SALT—2
  • জাতিসংঘের পরিবেশবিষয়ক ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে— UNEP।
  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন—১৬ মার্চ ২০১২।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যদেশের সংখ্যা—১৯৪টি।

সাধারণ বিজ্ঞান

  • পৃথিবীতে ব্যবহার উপযােগী পানি বা মিঠাপানি আছে মাত্র শতকরা—১ ভাগ।
  • যে অঙ্গ দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে—যকৃত।
  • উদ্ভিদের সালােকসংশ্লেষণের হার কমে যায়—ম্যাগনেসিয়ামের অভাবে।
  • ভাইরাস শব্দের অর্থ—বিষ।
  • পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়—সােডিয়াম।
  • কোনাে বস্তুকে চাঁদে নেওয়া হলে তার ওজন কমবে—৬গুণ।
  • পারমাণবিক বােমার জনক—ওপেন হেইমার (যুক্তরাষ্ট্র)।
  • আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে—অক্সিজেন ও গ্লুকোজ।
  • জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়—ডিএনএ (DNA)।
  • কীটপতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়—এন্টোমােলজি।
  • চা পাতায় যে ভিটামিন থাকে—ভিটামিন বি কমপ্লেক্স।
  • কোনাে শব্দ শােনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ থাকে—০.১ সে।
  • মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে—হাইপােথ্যালামাস।
  • অগ্নি নির্বাপক সিলিণ্ডারে থাকে-তরল কার্বন ডাই-অক্সাইড।
  • মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেতে থাকে- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

  • যে ধরনের RAM পেনড্রাইভে ব্যবহৃত হয়—EEPRAM।
  • বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার—আইবিএম-১৬২০।
  • কোনাে ডকুমেন্টের শেষে যাওয়ার কমান্ড—Ctrl+End।
  • কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহণের জন্য পরিবাহী পথকে বলে— বাস।
  • আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক—অ্যালান টুরিং।
  • কোনাে প্রােগ্রামের ভুলত্রুটি খুঁজে | বের করে তা দূর করাকে বলেডিবাগিং (Debugging)।
  • যে নেটওয়ার্ক ১০০ মাইলের অধিক দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে—WAN (Wide Area Network)|
  • যে যন্ত্রকে ইলেকট্রনিকস চক্ষু বলা হয়—রাডার।
  • কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যারটি সর্বাধিক উপযােগী—এম.এস.এক্সেল।
  • ইন্টারনেট থেকে কোনাে তথ্য কপি করে হুবহু নিজের মতাে চালিয়ে দেওয়াকে বলে—প্লেজারিজম।
  • বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যাওয়া যে মেমােরির বৈশিষ্ট্য—রাম।
  • MICR ব্যবহার করা হয়—ব্যাংকিং শিল্পে।
  • প্রতি মুহূর্তে চলমান ডাটা ও তথ্য সংরক্ষিত থাকে যে মেমােরিতে—RAM।
  • সাধারণ কী-বাের্ড বিন্যাসকে বলা হয়—QWERTY।
  • ই-মেইল ঠিকানায় @ চিহ্নের আগের অংশকে বলে—User Name

Related Post

Leave a Comment