নিয়োগ টিপস

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদটি—
উত্তর : সাংবিধানিক।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেন—
উত্তর : মহামান্য রাষ্ট্রপতি।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেওয়া হয়—
উত্তর : ১২৭ (১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : ফজলে কাদের মুহাম্মদ আব্দুল বাকী।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধীন—
উত্তর : অর্থ মন্ত্রণালয়।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের মেয়াদ—
উত্তর : ৬৫ বছর বয়স অথবা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটা আগে ঘটে।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর সদর দপ্তর—
উত্তর : কাকরাইল, ঢাকা।

প্রশ্ন : CAG—এর পূর্ণরূপ—
উত্তর : Comptroller and Auditor General.

প্রশ্ন : বর্তমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : মােহাম্মদ মুসলিম চৌধুরী।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহাহিসাব নিরীক্ষকের পদের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১২৭ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেওয়া হয়—
উত্তর : ১১ মে ১৯৭৩ ৷

প্রশ্ন : মােহাম্মদ মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : ১২তম।

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ হয়—
উত্তর : ১৮৫৮ সালে।

প্রশ্ন : The Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে প্রতি বছর প্রত্যেক খাতের আয় ও ব্যয়ের হিসাব প্রণয়ন করে সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করতে হয়, যাকে বলে—
উত্তর : আর্থিক বিল।

নিয়োগ টিপস থেকে আরো কিছু পড়ুন

প্রশ্ন : টিমিং অ্যাণ্ড লাডিং—
উত্তর : নগদ অর্থ আত্মসাতের একটি বিশেষ কৌশল মাত্র।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ—
উত্তর : ৩৯ হাজার ৯৯৫ কোটি টাকা।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান
উত্তর : অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।

প্রশ্ন : নিরীক্ষকের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২১৫ ধারায়।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহাহিসাব নিরীক্ষকের রিপাের্ট উপস্থাপন সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৩২ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)—
উত্তর : মনােয়ারা হাবীব।

প্রশ্ন : আন্তর্জাতিক নিরীক্ষণ ও আশ্বাস স্ট্যান্ডার্ড বাের্ড প্রতিষ্ঠা লাভ করে—
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : CGDF- এর পূর্ণরূপ—
উত্তর : Controller General of Defence Finance.

প্রশ্ন : বর্তমান হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)—
উত্তর : মােঃ নূরুল ইসলাম।

প্রশ্ন : কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স গঠিত হয়—
উত্তর : ১৯৭১ সালে।

প্রশ্ন : অর্থ মন্ত্রণালয়ের অধীনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় গঠিত হয়—
উত্তর : ১৯৮৫ সালে।

প্রশ্ন : হিসাব সমীকরণের ভিত্তি হলাে—
উত্তর : দুতরফা হিসাব পদ্ধতির ব্যবহার।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ৮ ই জুন১৯৯৩৷

প্রশ্ন : বাংলাদেশের অর্থবছর—
উত্তর : জুলাই থেকে জুন।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৩০ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে মােট (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে—
উত্তর : ৭ দশমিক ৫ শতাংশ।

প্রশ্ন : কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)—
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

প্রশ্ন : যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত নিরীক্ষা প্রতিষ্ঠানের নাম—
উত্তর : কেপিএমজি (KPMG)।

প্রশ্ন : আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি প্রতিষ্ঠালাভ করে—
উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি—
উত্তর : আন্তর্জাতিক নিরীক্ষামান ইস্যু করে।

প্রশ্ন : ইউনাইটেড স্টেটস জেনারেল অ্যাকাউন্টিং অফিস (GAO) কার্যক্রম পরিচালনা শুরু করে—
উত্তর : ১৯২১ সালে।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মহাহিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১২৯ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশে ২০২২-২৩ অর্থবছরের বাজেট—
উত্তর : ৫১তম।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের রাজ্য এবং স্থানীয় সরকারগুলির জন্য অ্যাকাউন্টিং এবং আর্থিক প্রতিবেদনের মান স্থাপনকারী গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বাের্ড প্রতিষ্ঠিত—
উত্তর : ১৯৮৪ সালে।

প্রশ্ন : ICMAB—এর পূর্ণরূপ—
উত্তর : Institute of Cost and Management Accountants of Bangladesh.

প্রশ্ন : দেশের প্রথম নারী অর্থসচিব-
উত্তর : ফাতিমা ইয়াসমিন।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে বরাদ্দ
উত্তর : ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button