আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
নিয়োগ টিপস

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!

অডিটর ও জুনিয়র অডিটর নিয়ােগ টিপস

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদটি—
উত্তর : সাংবিধানিক।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেন—
উত্তর : মহামান্য রাষ্ট্রপতি।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেওয়া হয়—
উত্তর : ১২৭ (১) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : ফজলে কাদের মুহাম্মদ আব্দুল বাকী।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধীন—
উত্তর : অর্থ মন্ত্রণালয়।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের মেয়াদ—
উত্তর : ৬৫ বছর বয়স অথবা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটা আগে ঘটে।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর সদর দপ্তর—
উত্তর : কাকরাইল, ঢাকা।

প্রশ্ন : CAG—এর পূর্ণরূপ—
উত্তর : Comptroller and Auditor General.

প্রশ্ন : বর্তমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : মােহাম্মদ মুসলিম চৌধুরী।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহাহিসাব নিরীক্ষকের পদের প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১২৭ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ দেওয়া হয়—
উত্তর : ১১ মে ১৯৭৩ ৷

প্রশ্ন : মােহাম্মদ মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক—
উত্তর : ১২তম।

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে প্রথম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়ােগ হয়—
উত্তর : ১৮৫৮ সালে।

প্রশ্ন : The Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে প্রতি বছর প্রত্যেক খাতের আয় ও ব্যয়ের হিসাব প্রণয়ন করে সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করতে হয়, যাকে বলে—
উত্তর : আর্থিক বিল।

নিয়োগ টিপস থেকে আরো কিছু পড়ুন

প্রশ্ন : টিমিং অ্যাণ্ড লাডিং—
উত্তর : নগদ অর্থ আত্মসাতের একটি বিশেষ কৌশল মাত্র।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ—
উত্তর : ৩৯ হাজার ৯৯৫ কোটি টাকা।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান
উত্তর : অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম।

প্রশ্ন : নিরীক্ষকের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২১৫ ধারায়।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহাহিসাব নিরীক্ষকের রিপাের্ট উপস্থাপন সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৩২ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)—
উত্তর : মনােয়ারা হাবীব।

প্রশ্ন : আন্তর্জাতিক নিরীক্ষণ ও আশ্বাস স্ট্যান্ডার্ড বাের্ড প্রতিষ্ঠা লাভ করে—
উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : CGDF- এর পূর্ণরূপ—
উত্তর : Controller General of Defence Finance.

প্রশ্ন : বর্তমান হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)—
উত্তর : মােঃ নূরুল ইসলাম।

প্রশ্ন : কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স গঠিত হয়—
উত্তর : ১৯৭১ সালে।

প্রশ্ন : অর্থ মন্ত্রণালয়ের অধীনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় গঠিত হয়—
উত্তর : ১৯৮৫ সালে।

প্রশ্ন : হিসাব সমীকরণের ভিত্তি হলাে—
উত্তর : দুতরফা হিসাব পদ্ধতির ব্যবহার।

প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ৮ ই জুন১৯৯৩৷

প্রশ্ন : বাংলাদেশের অর্থবছর—
উত্তর : জুলাই থেকে জুন।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১৩০ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে মােট (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে—
উত্তর : ৭ দশমিক ৫ শতাংশ।

প্রশ্ন : কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ)—
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

প্রশ্ন : যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত নিরীক্ষা প্রতিষ্ঠানের নাম—
উত্তর : কেপিএমজি (KPMG)।

প্রশ্ন : আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি প্রতিষ্ঠালাভ করে—
উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি—
উত্তর : আন্তর্জাতিক নিরীক্ষামান ইস্যু করে।

প্রশ্ন : ইউনাইটেড স্টেটস জেনারেল অ্যাকাউন্টিং অফিস (GAO) কার্যক্রম পরিচালনা শুরু করে—
উত্তর : ১৯২১ সালে।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মহাহিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে—
উত্তর : ১২৯ নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন : বাংলাদেশে ২০২২-২৩ অর্থবছরের বাজেট—
উত্তর : ৫১তম।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের রাজ্য এবং স্থানীয় সরকারগুলির জন্য অ্যাকাউন্টিং এবং আর্থিক প্রতিবেদনের মান স্থাপনকারী গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বাের্ড প্রতিষ্ঠিত—
উত্তর : ১৯৮৪ সালে।

প্রশ্ন : ICMAB—এর পূর্ণরূপ—
উত্তর : Institute of Cost and Management Accountants of Bangladesh.

প্রশ্ন : দেশের প্রথম নারী অর্থসচিব-
উত্তর : ফাতিমা ইয়াসমিন।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে বরাদ্দ
উত্তর : ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button