প্রশ্ন : Sugauli চুক্তি হয় যে দুটি দেশের মধ্যে
উত্তর : নেপাল-ভারত।
প্রশ্ন : পাওয়ার অব সাইবেরিয়া গ্যাস পাইপ লাইন স্থাপিত হয়
উত্তর : চীন ও রাশিয়ার মধ্যে
প্রশ্ন : দক্ষিণ চীন সাগরকে চীন তার নিজের বলে দাবি করার মূল ভিত্তি
উত্তর : নাইন ড্যাশ লাইন।
প্রশ্ন : Black lives Matter আন্দোলন শুরু হয়
উত্তর : ২০১৩ সালে।
প্রশ্ন : লিখন পদ্ধতি কিউনিফর্ম যে সভ্যতায় চালু হয়
উত্তর : সুমেরীয় সভ্যতায়।
প্রশ্ন : প্রথম পঞ্জিকার প্রচলন হয়
উত্তর : ব্যাবিলনীয় সভ্যতায়।
প্রশ্ন : বৃত্তকে প্রথম ৩৬০°উত্তর :তে ভাগ করে
উত্তর : অ্যাশেরীয়রা।
প্রশ্ন : জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে
উত্তর : হিব্রু সভ্যতা।
প্রশ্ন : ‘কৃশ এনার্জি লিমিটেড’ যে দেশভিত্তিক তেল গ্যাস কোম্পানি
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম হ্রদ
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।
প্রশ্ন : গ্যাবনের রাজধানী
উত্তর : লিব্রেভিলে।
প্রশ্ন : ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ
উত্তর : মিসর।
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনির নাম
উত্তর : উইটওয়াটার্সল্যান্ড।
প্রশ্ন : দক্ষিণের রানি বলা হয় যে শহরকে
উত্তর : সিডনি।
প্রশ্ন : ফারাে দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত
উত্তর : আটলান্টিক।
প্রশ্ন : সংস্কৃতির শহর বলা হয় যে শহরকে
উত্তর : প্যারিস।
প্রশ্ন : লেবানন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত সীমারেখা
উত্তর : ব্লু লাইন।
প্রশ্ন : ক্যাপিটল হিল অবস্থিত
উত্তর : ওয়াশিংটন ডিসিতে।
প্রশ্ন : ম্যারাথন যুদ্ধে জয়লাভ করে যে দেশ
উত্তর : গ্রিস।
প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গঠিত আন্তর্জাতিক সংগঠন
উত্তর : লীগ অব নেশনস।
প্রশ্ন : পৃথিবীর তাপ বৃদ্ধিজনিত বিপর্যয়ের আভাস প্রথম দেন
উত্তর : জোসেফ ফুরিয়ার।
প্রশ্ন : গ্রিনপিসের সদর দপ্তর অবস্থিত
উত্তর : আমস্টারডাম, নেদারল্যান্ডস।
প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব জাতিসংঘের সাথে যৌথভাবে নােবেল পুরস্কার লাভ করেন
উত্তর : কফি আনান (২০০১)।
প্রশ্ন : বিশ্ব প্রাণী দিবস
উত্তর : ৪ অক্টোবর।
প্রশ্ন : Department for International Development (DFID) যে দেশভিত্তিক সংস্থা ছিল
উত্তর : ব্রিটেন।
প্রশ্ন : জাপানের রাজধানী টোকিও যে দ্বীপে অবস্থিত
উত্তর : হনশু দ্বীপে।
প্রশ্ন : অ্যাঙ্গানাে অন্তরীপ অবস্থিত
উত্তর : ফিলিপাইনে।
প্রশ্ন : ডাকটিকেটের জনক বলা হয়
উত্তর : রােনাল্ড হিলকে।
প্রশ্ন : ‘বার্মি আর্মি’ হচ্ছে
উত্তর : ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকদের নিয়ে ১৯৯৪ সালে গড়ে তােলা একটি সংগঠন।
প্রশ্ন : প্রথম মহিলা বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৩ সালে।
প্রশ্ন : ইরিত্রিয়া যে দেশের অংশ ছিল
উত্তর : ইথিওপিয়া।
প্রশ্ন : ফরাসি বিপ্লবের শিশু বলা হয়
উত্তর : নেপােলিয়নকে।
প্রশ্ন : ইউরােপের দ্বার বলা হয়
উত্তর : ভিয়েনাকে।
প্রশ্ন : মার্কিনউত্তর :তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় যে শহরে
উত্তর : দোহা, কাতার।
প্রশ্ন : রােম নগরী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়
উত্তর : ৬৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : বিজ্ঞানভিত্তিক ইতিহাসের জনক
উত্তর : থুকিডাইডেস।
প্রশ্ন : বার্লিন প্রাচীর নির্মাণ করে
উত্তর : সাবেক পূর্ব জার্মানি।
প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশের নাম
উত্তর : কেপ অব গুড হােপ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র যে সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে
উত্তর : ১৯১৭ সালে।
প্রশ্ন : বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
উত্তর : কনস্টান্টিনােপল।
প্রশ্ন : প্রথম লােহা আবিষ্কার হয়
উত্তর : এশিয়া মাইনরে।
প্রশ্ন : ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতাে
উত্তর : মিসরীয়দের।
প্রশ্ন : ৩০ দিনে মাস গণনা আবিষ্কার করে
উত্তর : মিসরীয়রা।
প্রশ্ন : Histories গ্রন্থের লেখক
উত্তর : হেরােডােটাস।
প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতা গড়ে ওঠে
উত্তর : মিসরের আলেকজান্দ্রিয়ায়।
প্রশ্ন : সভ্যতায় রােমানদের বড় কৃতিত্ব
উত্তর : আইনের ক্ষেত্রে।
প্রশ্ন : পর্তুগিজরা ম্যাকাও দখল করে
উত্তর : ১৫৫৭ সালে।
প্রশ্ন : চীনের সিল্করােড় গড়ে উঠেছিল
উত্তর : হান রাজবংশের আমলে।
প্রশ্ন : কর্নার স্টোন অব পিস অবস্থিত
উত্তর : ওকিনাওয়া, জাপান।
প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম শহর
উত্তর : জেরিকো।
প্রশ্ন : ১৭৮৩ সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ৪টি।
প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল
উত্তর :উত্তর : ম্যাগনাকার্টা।
প্রশ্ন : মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম হয়
উত্তর : ১৯৬৩ সালে।
প্রশ্ন : সর্বপ্রথম পানি দূষণ সমস্যা চিহ্নিত করেন
উত্তর : হিপােক্রেটিস।
প্রশ্ন : আন্তর্জাতিক বন দিবস
উত্তর : ২১ মার্চ।
প্রশ্ন : পৃথিবীর বিশাল প্রাকৃতিক শােধনাগার
উত্তর : মাটি।
প্রশ্ন : Conference of Parties বা COP আয়ােজন করে
উত্তর : United Nations Framework Convention on Climate Change (UNIFCC)
প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের উপমহাসচিব
উত্তর :আমিনা মােহাম্মদ (নাইজেরিয়া)।
প্রশ্ন : জাতিসংঘের নির্বাহী সংস্থা
উত্তর : সাধারণ পরিষদ।
প্রশ্ন : হােয়াংহাে নদীর উৎপত্তি স্থান
উত্তর : কুলনুন পবর্ত।
প্রশ্ন : বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদর দপ্তর
উত্তর : দাভােস, সুইজারল্যান্ড।
প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান প্রধান
উত্তর : ক্রিস্টিনা জর্জিয়েভা।
পারমাণবিক বােমা | রবার্ট ওপেন হেইমার (যুক্তরাষ্ট্র) |
হাইডােজেন বােমা | এডওয়ার্ড টেলার (যুক্তরাষ্ট্র) |
নিউট্রন বােমা | স্যামুয়েল টি কোহেন (যুক্তরাষ্ট্র) |
সােভিয়েত হাইড্রোজেন বােমা | আন্দ্রে দিমিত্রিভিচ শাখারভ |
পাকিস্তানের পারমাণবিক বােমা | ড. আবদুল কাদির খান |
ভারতের পারমাণবিক বােমা | এপিজে আব্দুল কালাম |
ইরানের বােমা | মােহসেন ফাখরিজাদেহ |
Leave a Comment