ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে ১৫ জুলাই ২০২২ সৌদি আরব সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১৬ জুলাই আরব নেতাদের সঙ্গে বাইডেন শীর্ষ সম্মেলনে যােগ দেন।
আরব শীর্ষ সম্মেলনে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের পাশাপাশি জর্ডান, মিসর ও ইরাকের নেতারা অংশ নেন।
বিশেষজ্ঞদের মতে, অপরিশােধিত তেলের উচ্চমূল্য ও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বসংশ্লিষ্ট বিভিন্ন জটিলতায় বাইডেন ওপেক জায়ান্ট সৌদি আরবকে পাশে চায়।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরান ও চীনের বৈশ্বিক প্রভাব রােধ করাও বাইডেনের উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই তিনি এই সম্মেলনে যােগ দেন।
তবে ইসরায়েলকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা অক্ষের পরিকল্পনায় অগ্রসর হতে পারেননি বাইডেন। একই সঙ্গে দ্রুততম সময়ে তেল উৎপাদন বৃদ্ধিতেও সম্মেলনে আশানুরূপ কোনাে অগ্রগতি হয়নি।