বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

গত ৩০ মে ২০২২ বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনকে ৯০০ কোটি ইউরাে জরুরি সহায়তা দেওয়ার ঘােষণা দেয় ইউরােপীয় ইউনিয়ন (ইইউ)।

একই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে কঠোর নিষেধাজ্ঞা আরােপের বিষয়েও একমত হন ইইউর নেতারা। এ ছাড়া ২৭ সদস্যের এ জোট জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি দুই-তৃতীয়াংশের বেশি কমিয়ে আনবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ছয়বার রাশিয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা দেয় জোটটি। তবে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রস্তাবে শুরুতে আপত্তি জানিয়েছিল হাঙ্গেরি। কেননা ভূবেষ্টিত হাঙ্গেরি অনেকাংশে রুশ জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।

Related Post

Leave a Comment