উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইক্ষু উন্নয়ন সহকারী নিয়োগ প্রস্তুতি ১ম পর্ব
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন (BSFIC) যে মন্ত্রণালয়ের অধীন- শিল্প মন্ত্রণালয়।
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন (BSFIC) প্রতিষ্ঠিত হয়- ১ জুলাই ১৯৭৬ সালে।
- BSFIC’র পূর্ণরূপ- Bangladesh Sugar and Food Industries Corporation.
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (BSRI) প্রতিষ্ঠিত হয়- পাবনার ঈশ্বরদীতে, ১৯৫১ সালে।
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
- লবণাক্ত সহিষ্ণু আখের জাত- ঈশ্বরদী ৩৯ এবং ঈশ্বরধী ৪০।
- উচ্চমাত্রায় বন্যা সহিষ্ণু- ঈশ্বরদী ৩২ ও ঈশ্বরদী ৮৮ জাতের হেক্টর প্রতি ফলন- ১০৪-১১৩ টন।
- ২০১৮-১৯ অর্থবছরে দেশে মােট চিনি উৎপাদিত হয়েছে- ৬৬,১৬২.১০ মেট্রিক টন।
- BSFIC’র অধীনে চিনিকলের সংখ্যা- ১৫টি।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- বর্তমানে বাংলাদেশে আখ উৎপাদনের পরিমাণ- ৩৬ লাখ মেট্রিক টন
- বাংলাদেশে আখ উৎপাদনে শীর্ষ জেলা- পাবনা।
- BADC প্রতিষ্ঠিত হয়- ১৬ অক্টোবর ১৯৬১।
- বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প- তিস্তা বাঁধ প্রকল্প।
- ইউরিয়া সারের কাঁচামাল- মিথেন গ্যাস।
- ঘােড়াশাল সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়- প্রাকৃতিক গ্যাস।
- ‘বাংলাদেশের কুয়েত’ বলে খ্যাত – খুলনা অঞ্চল (চিংড়ি চাষের মাধ্যমে প্রত্যেকেই সচ্ছল বলে)।
- ফসলের পরিপক্বতা বিলম্বিত হয় যার অভাবে- সালফার।
- বাংলাদেশে সর্বপ্রথম সেগুন বাগান করা হয়- ১৮৭৩ সালে।
- যে জারক রস আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে তা হলাে- পেপসিন।
- রােপা-আমন ধান কাটা হয়- অগ্রহায়ণ-পৌষ মাসে।
- দোঁ-আশ মাটিতে বালি কণার পরিমাণ- শতকরা ৪০ ভাগ।
- গুদামজাতকরণে বীজের আর্দ্রতা রাখতে হয়- ১০-১২%।
- সালফারের অভাবে প্রথম যে লক্ষণ প্রকাশ পায়- গাছের উপরের পাতা হলদে হয়।
- অলটারনারিয়া বক্সাইট যে ফসলের ক্ষতিকর রােগ- সরিষা।
- বাংলাদেশে সর্বশেষ বা পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়- ২০১৯ সালে।
- বাংলাদেশে উৎপাদিত চা- দুই প্রকার; কালাে চা ও সবুজ চা।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- লবণাক্ত মাটি থেকে যে উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা হয়- পানি।
- উদ্ভিদদেহে যে উপাদান বেশি থাকলে খরা প্রতিরােধে সাহায্য করে- প্রােটিন।
- প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ- জলবায়ুর পরিবর্তন।
- কলার চারাকে বলে- তেউড়।
- তােষাপাট কাটা হয়- শ্রাবণ-ভাদ্র মাসে।
- শাক-সবজি যে ধরনের উদ্ভিদ- গুলু বা বিরুৎ জাতীয়।
- ডায়াবেটিস রােগের চিকিৎসায় যে উদ্ভিদ ব্যাপক হারে ব্যবহৃত হয়- তেলাকুচা।
- বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অনুমান (pi) মাত্রা- ৫.৫-৬.৫।
- সাইলােপিটে ঘাস রাখার সময় যে দ্রবণ ছিটিয়ে দিতে হয়- ঝােলাগুড়ের।
- সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে যে জাতীয় গাছ বাঁশ জাতীয় গাছ।
- বাংলাদেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার অবস্থিত- ফকিরহাট, বাগেরহাট।
- গবাধি পর মাংসে আমিষ থাকে- ১৫-২০%।
- যে রােগে পশু হঠাৎ লাফ দিয়ে বা | খিচুনি দিয়ে মারা যায়- তড়কা।
- পলি দোআঁশ মাটিতে বালিকণার পরিমাণ শতকরা- ২৫-৭৪%।
- জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত- গাজীপুর।
- নদী ছাড়া যমুনা’ হলাে- উন্নত জাতের মরিচ।
- আমাদের দেশে শীত বেশি পড়লে এবং দীর্ঘস্থায়ী হলে যে ফসল ভালাে হয়- গােল আলু ও গম।
- কলায় রয়েছে প্রচুর পরিমাণ- ভিটামিন ও খনিজ।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- প্রাকৃতিক শক্তির মধ্যে কৃষিকাজে ব্যবহারের সম্ভাবনাময় শক্তি- সৌরশক্তি।
- জাপানি উইডারের যে অংশে আগাছা দমন করে- পাইক।
- পুকুরে প্ল্যাংকটন উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সার।
- ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য- উর্ধ্বমুখী বায়বীয় শ্বাসমূল।
- মাছের পােনা পরিবহনে ব্যবস্থা রাখা প্রয়ােজন- অক্সিজেনের।
- বাংলাদেশের একমাত্র হরিণ প্রজনন কেন্দ্রটি অবস্থিত- কক্সবাজার জেলার চকোরিয়ায়।
- প্রাণিজ আমিষ গ্রহণে মাছের অবদান- ৬০%।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নাম- BRRI ।
- রেশম চাষকে বলা হয়- সেরিকালচার।
- তুলসী পাতার রস যে রােগে বেশ উপকারী- সর্দি-কাশিতে।
- মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে আছে- ভিটামিন ‘এ’ ।
- বাংলাদেশের সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়- ঠাকুরগাঁও জেলায়।
- আলুর বীজ উৎপাদনের জন্য যত সে.মি. গভীর চাষ দিতে হবে- ১৫ সে.মি.।
- বাংলাদেশে মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়- ১৯৫০ সালে।
- পরিবেশের জন্য ক্ষতিকারক গাছ- ইউক্যালিপটাস।
- সূর্যকন্যা বলা হয়- তুলা গাছকে।
- সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠিত হয়- ১৯৮২ সালে।
- যে সার প্রয়ােগে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে- কম্পােস্ট সার।
- মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করে- মালচিং।