কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) এর উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) এর উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেওয়া যাক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)
পদ: উপসহকারী কৃষি কর্মকর্তা (টেকনিক্যাল প্রশ্নবাদে)
পরীক্ষা : ১০ ডিসেম্বর ২০২১ ইং
কোড : যমুনা
সেট : ০১
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান
১. Select the masculine gender.
উত্তর : bachelor
২. Identify the incorrect sentence.
উত্তর : He was in hurry
৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়—
উত্তর : ২০১৭ সালে।
৫. অমর একুশের প্রথম কবিতা কোনটি?
উত্তর : কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি।
আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ
৬. Find out the correct sentence.
উত্তর : They have gone for a picnic
4. The man died-cancer.
উত্তর : of
৮. মেসােপটেমিয়ার বর্তমান নাম কি?
উত্তর : ইরাক।
৯. ‘ফ্লোরিকালচার’ কি?
উত্তর : ফুলচাষ সংক্রান্ত।
১০. বাংলাদেশে মােট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধার সংখ্যা কত?
উত্তর : ৬৭৬।
[Note : ৬ জুন ২০২১ বঙ্গবন্ধুর পলাতক চার খুনির বীরত্বসূচক খেতাব বাতিল করে সরকার।
১৫. Which of the following phrases is correct?
উত্তর : by the by
১৭. কোন রাজনীতিবিদ সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেছেন?
উত্তর : উইনস্টন চার্চিল।
১৮. সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয়?
উত্তর : শর্করা।
১৯. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি?
উত্তর : নূরলদীনের সারাজীবন।
২০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নােবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর : ১৯১৩।
২১. কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
উত্তর : নরওয়ে।
২২. The adjective form of the word ‘sun’ is-
উত্তর : solar
30. Select plural number.—-
উত্তর : mice
২৫. The opposite word of pleasure is-
উত্তর : pain
২৬. ‘কবর’ নাটকের রচয়িতা কে?
উত্তর : মুনীর চৌধুরী।
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান
২৯. কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণি প্রদান করেন—
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০. ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ-
উত্তর : কুপরামর্শ দেওয়া।
৩১. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৩২. ‘ইরাটম’ কি?
উত্তর : উন্নত জাতের ধান।
৩৩. SAARC এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তর : কাঠমুন্ডু।
৩৪. ‘দশাসই’ শব্দের অর্থ—
উত্তর : লম্বা-চওড়া।
৩৫. হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত?
উত্তর : মুক্তিযুদ্ধ ।
৩৬. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
উত্তর : পেনড্রাইভ।
৩৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশাের।
৩৯. Mr. Robin is-humorist.
উত্তর : a
৪২. বেগম রােকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
উত্তর : পদ্মরাগ।
৪৩. পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে?
উত্তর : চীন।
৪৪. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
(ক) শনি
(খ) বৃহস্পতি
(গ) শুক্র
(ঘ) বুধ
[Note: সঠিক উত্তর (গ) ও (ঘ)।]
৪৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর : ১৯৮১।
৪৭. ব্ল্যাকবেঙ্গল কিসের জাত?
উত্তর : ছাগল।
৪৮. জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয়?
উত্তর : মাটি।
৪৯. ‘Walk-out’ শব্দের বাংলা পরিভাষা
উত্তর : সভা বর্জন।
৫০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’-গানটির সুরকার কে?
উত্তর : আলতাফ মাহমুদ।
৫১. নিচের কোনটি ঔষধি গাছ?
উত্তর : অর্জুন।
৫২. The book ‘Hamlet’ is a
উত্তর : drama
৫৩. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : BADC
৫৪. The doctor who treats heart patients is called a/an–
উত্তর : cardiologist
৫৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
উত্তর : চীন।
৫৬. To join two words are use-
উত্তর : hyphen
৫৮. বাংলাদেশে কৃষি দিবস কোনটি?
উত্তর : পহেলা অগ্রহায়ণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের আরো কিছু প্রশ্ন
৫৯. বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে বলা হয়—
উত্তর : ধ্বনি।
৬০. পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানী কে?
উত্তর : ড. মাকসুদুল আলম।
৬১. Students have free to the teachers.
উত্তর : access
৬২. Select the word with right spelling.
উত্তর : neutral
৬৪. বাংলা ভাষায় সনেটের জনক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৬৫. বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি?
উত্তর : হালদা।
৬৭. বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেন?
উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।
৬৮. ‘জল’ শব্দের সমার্থক শব্দ
উত্তর : উদক।
৭০. আধুনিক বাংলা কবিতার ‘ভােরের পাখি’ কে?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।
৭১. বাংলাদেশের শ্বেতস্বর্ণ বলা হয় কোনটিকে?
উত্তর : চিংড়ি মাছ।
৭৩. ‘হাড়িভাঙ্গা’ কীসের জাত?
উত্তর : আম।
৭৪. I got the work–by him.
উত্তর : done
৭৫. বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কী?
উত্তর : BARI
উপসহকারী কৃষি কর্মকর্তা পদের আরো কিছু প্রশ্ন সমাধান
৭৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর : জাহান্নম হইতে বিদায়।
৭৭. Who of the following is a poet?
উত্তর : John Keats
৮১. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ এ চরণটি কে লিখেছেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
৮২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোথায় ঘােষণা করেন?
উত্তর : লাহাের
৮৩. ‘চর্যাপদ’ কোন যুগের কাব্য?
উত্তর : প্রাচীন যুগ।
৮৪. রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয়?
উত্তর : রেশমি।
৮৫. নিচের কোনটি ম্যাক্রোমৌল?–
উত্তর : নাইট্রোজেন।
৮৬. The passive form of the sentence The boy laughed at the lame man’ is–
উত্তর : The lame man was laughed at by the boy .
৮৮. The headmaster was angry–the students.
উত্তর : with
৮৯. It is 10 o’clock-my watch.
উত্তর : by
৯০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি?
উত্তর : ইরাক।
৯২. কোন বানানটি অশুদ্ধ?
উত্তর : শ্রীমতি।
৯৩. The synonym for the word ‘tender’ is-
উত্তর : soft
৯৪. বাংলা গদ্যের জনক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৯৮. ‘পেঁপে’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
উত্তর : পাের্তুগিজ।
৯৯. দুই পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে বলা হয়?
উত্তর : উপত্যকা।
১০০.বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর : কোলকাতা।