যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৬ জুন ২০২২ প্রতিবছরের মতাে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ দেওয়া হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জাতীয় জাদুঘরে শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
অনুষ্ঠানে জাহানারা ইমাম স্মারক বক্তৃতা দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যনির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা বীর মুক্তিযােদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।
২০২২ সালে জাহানার ইমাম স্মৃতিপদক পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার চিফ প্রসিকিউটর ভাষাসৈনিক ও বীর মুক্তিযােদ্ধা আইনজীবী গােলাম আরিফ টিপু এবং লােকসংগীতশিল্পী ফরিদা পারভীন। সংগঠন হিসেবে জাহানারা ইমাম স্মৃতিপদক পেয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।