
বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব
bcs Preparation Bangladesh Affairs first part
১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি :
- মহাস্থানগড়ের পূর্ব নাম- পুণ্ড্রবর্ধন।
- সম্রাট অশােক যে যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধ।
- বখতিয়ার খলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে।
- শেষ মােগল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসন দেয়া হয়- রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুনে)।
- লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম- ইরান দুখত।
- ঢাকার চকবাজারে অবস্থিত বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা।
- ইংরেজদের বঙ্গদেশে কুটির নির্মাণের অনুমতি দেন- স্রাট জাহাঙ্গীর।
- বঙ্গভঙ্গ রদ হয়- ১৯১১ সালে।
- ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।
- শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।
এই বিভাগ থেকে আরো পড়ুন :
- বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব
- বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য পর্ব- ০২
- বিসিএস প্রস্তুতির জন্য ইংরেজি ভাষা ও সাহিত্য ১ম পর্ব
২. বাংলাদেশের কৃষিজ সম্পদ :
- বাংলাদেশের White Gold নামে পরিচিত চিংড়ি।
- বাংলাদেশে প্রথম কৃষিমারি হয় ১৯৭৭ সালে।
- ‘রূপালি’ ও ‘ডেলফোজ’ হলাে- উন্নতজাতের তুলা বীজ।
- বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় যে জেলায় ময়মনসিংহ।
- বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয়- মুন্সিগঞ্জ জেলায়।
- বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই, রাঙামাটি।
- ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বে যে নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড।
৩. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গােষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি :
- অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
- বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (BBS)।
- বিশ্ব জনসংখ্যা রিপাের্ট ২০১৮ অনুযায়ী এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।
- রাসােৎসব (মহারাসলীলা) যে নৃগােষ্ঠীর উৎসব- মণিপুরী।
- বর্তমানে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে চারটি।
- বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গা, চট্টগ্রাম।
৪. বাংলাদেশের অর্থনীতি :
- ECNEC’র বিকল্প সভাপতি অর্থমন্ত্রী।
- কর বিভাগ যে মন্ত্রণালয়ের অধীন- অর্থ মন্ত্রণালয়।
- যে খাতে বৈদেশিক অনুদান বেশি ব্যয় হয়- বার্ষিক উন্নয়ন কর্মসূচি।
- সাময়িকভাবে কর মওকুফ করাকে বলা হয়- ট্যাক্স হলিডে ।
- দারিদ্র্য বিমােচনে অবদানের জন্য যে বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ।
- জাতীয় আয় পরিমাপ করা হয় তিনটি পদ্ধতিতে।
৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য :
- ভােমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা ।
- বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপইয়ার্ড লি.।
- বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত গাজীপুর।
- বর্তমানে বাংলাদেশে চিনি কল রয়েছে ১৫টি।
- বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড- KEPZ, চট্টগ্রাম।
- তৈরি পােশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় – পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।
৬. বাংলাদেশের সংবিধান :
- বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
- বাংলাদেশের সংবিধানে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে- ৩৯ নং অনুচ্ছেদে।
- সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়- ১১৮।
- সরকারি নিয়ােগ লাভে সমতার কথা বলা হয়েছে সংবিধানের যে অনুচ্ছেদে ২৯ নং অনুচ্ছেদে।
- বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে- ১৫২ নং অনুচ্ছেদে।
৭. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা :
- বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
- বাংলাদেশে কোনাে ব্যক্তির ভােটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স ১৮ বছর।
- বাংলাদেশে প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়- ৩১ ডিসেম্বর ১৯৭৩।
- বাংলাদেশের রাজনৈতিক দলব্যবস্থা যে ধরনের বহুদলীয় বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়- ১০ এপ্রিল ১৯৭১।
৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা :
- সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিল বেসরকারি বিল।
- বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্যগণ জবাবদিহি করেন- জাতীয় সংসদের নিকট।
- সংসদ কক্ষে সামনের দিকের আসনগুলােকে বলে- ট্রেজারি বেঞ্চ।
- রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান স্পিকার।
- মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে- সােমবার।
- জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন- রাষ্ট্রপতি।
- জাতীয় সংসদে বেসরকারি দিবস বৃহস্পতিবার।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
৯. বাংলাদেশের জাতীয় অর্জন ও সিলেবাসভুক্ত অন্যান্য বিষয়াদি :
- ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- ইউনেস্কো।
- বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬তম সদস্য।
- icddr,b অবস্থিত মহাখালী, ঢাকা।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ ঘােষণা করে- ইউনেস্কো।
- বাংলাদেশ স্কয়ার’ অবস্থিত লাইবেরিয়ায়।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।
- বাংলাদেশ CTBT অনুমােদন করে- ২০০০ সালে।