রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫ আগস্ট ২০২২ রাশিয়ার সােচি শহরে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের তথ্য অনুযায়ী, দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাগুলাের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলােচনা করেছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, আলােচনায় তুরস্কের প্রধান লক্ষ্য ছিল উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে মস্কোর সম্মতি আদায় করা। যদি তা সম্ভব না হয়, তবে রাশিয়া যেন বিরােধিতা না করে, তা নিশ্চিত করা।
প্রসঙ্গত, ২০১৯ সালের পর থেকে এ নিয়ে অষ্টমবারের মতাে রাশিয়া সফর করেছেন এরদোয়ান।