আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন ও উত্তর

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইন-শা-আল্লাহ! তো চলুন আন্তর্জাতিক বিষয়াবলি থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেয়া যাক-

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলাের জোট ওআইসির বর্তমান সদস্যদেশ—
উত্তর : ৫৭টি।

প্রশ্ন : ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের রচয়িতা-
উত্তর : আবুল ফজল।

প্রশ্ন : বর্তমানে ইউরােপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র-
উত্তর : ২৭টি।

প্রশ্ন : ইউরােপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্বপ্রাপ্ত দেশ—
উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : জন্মহার অনেক কমে যাওয়ায় চীন সরকার তিন সন্তান নীতি ঘােষণা করে-
উত্তর : ৩১ মে ২০২১।

প্রশ্ন : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের রাজধানী-
উত্তর : নুর সুলতান।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরােধী আন্দোলনের নেতা ডেসমন্ড টুটু শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন—
উত্তর : ১৯৮৪ সালে।

প্রশ্ন : বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান
উত্তর : ১১৬তম।

প্রশ্ন : পরিবেশবিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গ্রিনপিস প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৭১ সালে।

প্রশ্ন : শিশুশ্রম নিরসনের কথা বলা হয়েছে এসডিজির-
উত্তর : ৮ নম্বর লক্ষ্যে।

প্রশ্ন : তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে
উত্তর : ১৫ আগষ্ট ২০২১।

প্রশ্ন : পাম তেল উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ-
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : পৃথিবীর মানচিত্র প্রথম আঁকে—
উত্তর : গ্রিকরা।

প্রশ্ন : ২০২১ সালে অর্থনীতিতে নােবেল পুরস্কার লাভ করেন—
উত্তর : ৩ ব্যক্তি (ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংডিস্ট ও গুইডাের ডব্লিউ ইমবেনস)।

প্রশ্ন : ৫০-এর দশকে ‘ডমিনাে তত্ত্বটি ব্যবহৃত হয়েছিল-
উত্তর : সমাজতন্ত্রের পতন ঠেকাতে।

প্রশ্ন : ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন-
উত্তর : ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

প্রশ্ন : সর্বশেষ (২০২১) টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন—
উত্তর : অস্ট্রেলিয়া।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের (পার্লামেন্ট) নাম
উত্তর : ক্যাপিটল হিল।

প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬৬ সালে।

প্রশ্ন : পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণে স্বাক্ষরিত (১৯৬৮ সালে) চুক্তি—
উত্তর : এনপিটি।

প্রশ্ন : আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে-
উত্তর : ২০০৭ সালে।

প্রশ্ন : রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সদর দপ্তর—
উত্তর : মস্কো, রাশিয়া।

প্রশ্ন : ‘জুলু’ জাতিগােষ্ঠী বাস করে-
উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন : যে শহরকে সিটি অব লাভ অ্যান্ড লাইটস বলা হয়—
উত্তর : প্যারিস।

প্রশ্ন : মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলাের জোট ওপেক প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬০ সালে।

প্রশ্ন : উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা নীতির প্রবর্তক
উত্তর : জোসেফ স্তালিন।

প্রশ্ন : কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলাের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
উত্তর : হাইকমিশনার।

প্রশ্ন : লন্ডনভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর-
উত্তর : তেল আবিব (ইসরায়েল)।

প্রশ্ন : জাতিসংঘের স্বস্তি পরিষদের (নিরাপত্তা পরিষদ) সদস্যদেশ—
উত্তর : ১৫টি।

প্রশ্ন : মিয়ানমারের সঙ্গে সীমান্ত আছে-
উত্তর : পাঁচটি দেশের (বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও লাওস)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button