সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য প্রথম চালানের স্টিলের কাঠামাের মালামাল নিয়ে একটি জাহাজ বাগেরহাটের মােংলা সমুদ্রবন্দরে এসেছে।
৬ আগস্ট ২০২২ দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি উহইওন হােপ’ বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায়। ২৫ জুলাই ২০২২ ভিয়েতনামের। হাইফং বন্দর থেকে এমভি উহইওন হােপ জাহাজটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের মালামাল নিয়ে মােংলা বন্দরের উদ্দেশে রওনা করে।
রেলসেতুর জন্য স্টিলের এই কাঠামােগুলাে তৈরি করেছে ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাস্ট্রাকচার এশিয়া লিমিটেড।