বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের নিয়ােগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এই পরীক্ষায় সাধারণত বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন এসে থাকে। তাই উপরোক্ত বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো।
বাংলা ভাষা ও সাহিত্য
- চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি— মানিক দত্ত।
- ‘পিঙ্গল’ শব্দটির সমার্থক শব্দ—অগ্নি।
- বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগ শুরু হয়েছে—এয়ােদশ শতক থেকে।
- যে স্বরবর্ণটির কোনাে সংক্ষিপ্ত রূপ বা ‘কার’ নেই—অ।
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের নাম—রাইফেল, রােটি, আওরাত।
- ‘মেধাবী’ শব্দটির প্রকৃতি-প্রত্যয়—মেধা + বিন্।
- ঈশ্বরী পাটনী যে মঙ্গলকাব্যের মূল চরিত্র—অন্নদামঙ্গল কাব্য।
- বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা—৪ টি।
- কিশাের পত্রিকা আঙ্গুর (১৯২০) সম্পাদনা করেন—ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- ‘তারিখ’ শব্দটি যে ভাষার—আরবি।
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার—আব্দুল লতিফ।
- Prothesis’-এর বাংলা প্রতিশব্দ—আদি স্বরাগম।
- চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া যায়—৬ টি।
- ‘আকস্মিক’ শব্দটির বিপরীতার্থক শব্দ—চিরন্তন
- ‘দেনাপাওনা’ (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছােটগল্প।
- ‘ভূতপূর্ব’ যে সমাসের উদাহরণ সপ্তমী তৎপুরুষ।
- যে কবির ডাকনাম ‘বাচ্ছ’ শামসুর রাহমান।
- ‘অতিভক্তি চোরের লক্ষণ’ বাক্যে ‘অতি’ পদটি—বিশেষ্যের বিশেষণ।
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আমার যত গ্লানি’ এর লেখক-রশীদ করিম।
- ‘সে আজ যাবে’ যে ধরনের। বাক্য-বিবৃতিমূলক।
- চর্যাপদ-এর পদগুলাে রচিত মাত্রাবৃত্ত ছন্দে।
- বাংলা বাক্যর গঠনপ্রক্রিয়া হলাে— কর্ত+কর্ম+ক্রিয়া।।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি বন্দ্যোপাধ্যায়।
- ‘ক্ষমা করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশিত রূপ—তিতিক্ষা।
- বিখ্যাত ‘নিখিলেশ’ চরিত্রটি রবীন্দ্রনাথের যে উপন্যাসের ঘরে-বাইরে।
- ‘পঞ্চত্ব প্রাপ্তি’ বাগধারাটি যে অর্থ ব্যবহৃত হয়— মারা যাওয়া।
- ‘বেদের মেয়ে’ জসীমউদদীনের যে ধরনের সাহিত্য— নাটক।
- কোটাল’ যে শব্দের সমার্থক শব্দ— ঢেউ।
- সাহিত্যরত্ন’ যার উপাধি—নজিবর রহমান।
- কবি সেলিম আল দীন-এর প্রকৃত নাম—মইনুদ্দিন আহমেদ।
- ‘বিপদে মােরে রক্ষা কর’ বাক্যে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি—অপাদানে ৭মী।
- ‘মানুষের উপর বিশ্বাস হারানাে পাপ’-রবীন্দ্রনাথ যে প্রবন্ধে এ কথা বলেছেন—“সভ্যতার সংকট’ প্রবন্ধে।
- ‘পদ্মাপাড়’ (১৯৫০) নাটকটির রচয়িতা—জসীমউদদীন।
- বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়ােজন হলে ব্যবহৃত হয়—সেমিকোলন।
English
- The word “friendly is a/an-adjective.
- Plural form of “Sheep’ is— Sheep.
- What are you angry …? About.
- A person who is in charge of a museum-Curator.
- The man is true … his word. —to.
- The superlative degree of the word ‘Bad’ is—Worst.
- The meaning of the word obese’ is—Very fat.
- The government gave … the demands of the people. — Into.
- ‘Walking is beneficial to health’. Here, ‘walking’ is a/an-Gerund.
- Nobody … Rohan knew the way.—but.
- The passive form of the sentence ‘Who can do it?’ is-By whom can it be done?
- The rich should not look down … the poor.—upon.
- The phrase “Sine dine’ means—Uncertain.
- Let me do the work, … ?—will you.
- The team is … eleven players. -made up of.
- The meaning of ‘Herculean task’ is—Very difficult task.
- The child cried for mother.—its.
- The greater the demand … the price.—the higher.
- Person who knows or can speak many languages is called—Polyglot.
- The verb of the word “Ability’ is-Enable.
- It is time you (to look) for a new job.-looked.
- A person who believes easily-Credulous.
- ‘Do you have any vaccine card to take vaccine?’ Here, the determiner is—Any.
- The expression ‘Take into account’ means—Consider.
Synonyms
- Transient—Temporal
- Shun—Avoid
- Obstacle—Impediment
- Clandestine—Secret
- Immense—Vast
- Indifferent—Uninterested
- Notable—Distinguished
- Outing—Excursion
- Reject—Turn down
- Succumb—Submit
- Recall—Remember
- Weird—Bizarre.
Antonyms
- Gallant-Coward
- Postpone-Continue
- Reckless—Careful
- Chide—Praise
- Indolent-Industrious
- Novice—Experienced
- Numerous—Few
- Pertinent-Irrelevant
- Gigantic—Tiny
- Valiant-Cowardly
- Modest— Arrogant.
Spellings
Amateur, Adolescent, Bizarre, Courageous, Colossal, Quarantine, Embarrass, Evanescent, Sacrilegious, Stubborn, Beginning, Transparent, Vacuum, Relevant, Gullible, Aquarium, Impediment, Personnel.
Phrases & Idioms
- To pay off old scores—To settle a dispute
- Cut back-Reducing expenditure
- Olive branch-Symbol of peace
- Hush money-Money given as bribe
- Fall into line—Agree
- A far cry-Long distance
- Over the moon-Extremely happy.
Translation
- ছেলেটি দেখতে তার পিতার মত—The boy takes after his father.
- তার সব চেষ্টায় ব্যর্থ হলো- All his efforts ended in smoke.
- কর্তৃপক্ষ লােকটিকে তিরস্কার করল—The authority took the man to task.
- দুর্দিনের জন্য সঞ্চয় করো- Save something for rainy days.
- কারো কর্তব্যে অবহেলা করা উচিত নয়- One should not neglect one’s duty.
Literature
- ‘Pride and Prejudice’ is a novel of — Jane Austen.
- Queen Cleopatra was a queen of Egypt.
- Desdemona’ the heroine of the Shakespearean play Othello.
- Ernest Hemingway is a novelist of—United States.
- ‘Our sweetest songs are those that tell of saddest thought is a quotation of—P. B. Shelley.
- Protagonist is a character that indicates—The leading character or actor in a play.
- The poet of nature in English literature is— William Wordsworth.
- ‘Caesar and Cleopatra’ is a play by-G. B. Shaw.
- Writing one’s own life story is known as- Autobiography.
- A funny imitation of a poem is called—Parody.
- The writer of the play ‘Volpone’ is-Ben Jonson.
- Francis Bacon is a/an Essayist.
- Shakespere’s ‘King Lear is a/an-Tragedy.
- The father of the modern poetry in English literature is-Geoffrey Chaucer.
- A statement which is apparently self- contradictory is called, Paradox.
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি
- দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র— পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র (পটুয়াখালী)।
- বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুৎসুবিধার আওতায় আসে—২১ মার্চ, ২০২২।
- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।।
- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালীতে।
- ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে – বাংলা ভাষার স্থান-ষষ্ঠ।
- বৈদেশিক বাণিজ্যের কথা বলা হয়েছে ছয় দফা দাবির—চতুর্থ দফায়।
- চিম্বুক পাহাড়ের অবস্থান যে জেলায় বান্দরবান।
- সােমপুর বিহারের অবস্থান – নওগাঁ জেলায়।
- টেকসই উন্নয়নে জাতিসংঘের সাধারণ পরিষদে শান্তির সংস্কৃতি প্রস্তাব প্রদানকারী রাষ্ট্র বাংলাদেশ।
- ট্রেডিং করপােরেশন অব বাংলাদেশ (টিসিবি) যে মন্ত্রণালয়ের অধীন—বাণিজ্য মন্ত্রণালয়।
- ট্রেডিং করপােরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিষ্ঠিত হয়—১৯৭২ সালে।
- মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য—জাগ্রত চৌরঙ্গী (গাজীপুর)।
- ‘চর বিশ্বাস’ অবস্থিত যে জেলায় পটুয়াখালী।
- বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত—১২০ কিলােমিটার।
- দেশের একমাত্র কিশােরী উন্নয়ন কেন্দ্রটির অবস্থান—কোনাবাড়ী, গাজীপুর।
- এশিয়ান হকি ফেডারেশন কাপে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়— বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ায় দেশ হিসেবে সর্বপ্রথম শতভাগ বিদ্যুতায়নের ঘােষণা দেয়—বাংলাদেশ।
- বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদস্যপদ লাভ করে—১৯৭৩ সালে।
- বর্তমানে দেশে কয়লাখনির সংখ্যা—৫টি।
- দেশে সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয়—২০১০ সালে।
- পানাম নগরের অবস্থান যে জেলায় নারায়ণগঞ্জ।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। সােভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন—নিকোলাই পদগাের্নি।
- বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযােদ্ধার সংখ্যা—৪২৬ জন।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি
- ২০০৪ সালে অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়—ইউক্রেনে।
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৭ সম্মেলন অনুষ্ঠিত হবে— শারম-আল-শেখ, মিসর।
- তেল রপ্তানিকারক দেশগুলাের জোট ওপেক প্রতিষ্ঠিত হয়— সেপ্টেম্বর, ১৯৬০।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানাে গণহত্যাকে বলা হয়— হলােকাস্ট।
- আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অবস্থিত—দ্য হেগ, নেদারল্যান্ডস।
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৮ সম্মেলন অনুষ্ঠিত হবে—দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
- কার্টাগেনা প্রটোকল হলাে—জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি।
- রসকসমস যে দেশের মহাকাশ সংস্থা—রাশিয়া।
- ‘এক্সটিঙ্কশন রিবেলিয়ন’ হলাে— জলবায়ু পরিবর্তনবিরােধী সংগঠন।
- পৃথিবীর রাজধানী বলে খ্যাত—নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- জাপানের মুদ্রার নাম-ইয়েন।
- আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী নেটওয়ার্ক সুইফট (SWIFT) এর সদর দফতর—লা হুল্লে, বেলজিয়াম।
- সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র বর্তমানে—৩০টি।
- ইউরােপীয়ান ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র বর্তমানে—২৭টি।।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল—ইউনাইটেড রাশিয়া।
- নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলােপ সনদ (সিডও) গৃহীত হয়—১৮ ডিসেম্বর, ১৯৭৯।
- বর্তমানে ওআইসি-এর সদস্য দেশের সংখ্যা—৫৭টি।
- ন্যাটোর সর্বশেষ (২৪ মার্চ, ২০২২) সম্মেলন হয়— ব্রাসেলস, বেলজিয়াম।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানাে গ্রসি।
- মাদার অব অল বােম্বস-এর অধিকারী—যুক্তরাষ্ট্র।
- ফাদার অব অল বােম্বস-এর অধিকারী—রাশিয়া।
- বিশ্বের সর্বাধিক ভাষার দেশ—পাপুয়া নিউগিনি।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়নের (রাশিয়া) মধ্যে পারমাণবিক অস্ত্রের হ্রাসকরণ চুক্তি—SALT-1 এবং SALT—2
- জাতিসংঘের পরিবেশবিষয়ক ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে— UNEP।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন—১৬ মার্চ ২০১২।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যদেশের সংখ্যা—১৯৪টি।
সাধারণ বিজ্ঞান
- পৃথিবীতে ব্যবহার উপযােগী পানি বা মিঠাপানি আছে মাত্র শতকরা—১ ভাগ।
- যে অঙ্গ দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে—যকৃত।
- উদ্ভিদের সালােকসংশ্লেষণের হার কমে যায়—ম্যাগনেসিয়ামের অভাবে।
- ভাইরাস শব্দের অর্থ—বিষ।
- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়—সােডিয়াম।
- কোনাে বস্তুকে চাঁদে নেওয়া হলে তার ওজন কমবে—৬গুণ।
- পারমাণবিক বােমার জনক—ওপেন হেইমার (যুক্তরাষ্ট্র)।
- আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে—অক্সিজেন ও গ্লুকোজ।
- জীবের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়—ডিএনএ (DNA)।
- কীটপতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয়—এন্টোমােলজি।
- চা পাতায় যে ভিটামিন থাকে—ভিটামিন বি কমপ্লেক্স।
- কোনাে শব্দ শােনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ থাকে—০.১ সে।
- মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে—হাইপােথ্যালামাস।
- অগ্নি নির্বাপক সিলিণ্ডারে থাকে-তরল কার্বন ডাই-অক্সাইড।
- মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেতে থাকে- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
- যে ধরনের RAM পেনড্রাইভে ব্যবহৃত হয়—EEPRAM।
- বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার—আইবিএম-১৬২০।
- কোনাে ডকুমেন্টের শেষে যাওয়ার কমান্ড—Ctrl+End।
- কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহণের জন্য পরিবাহী পথকে বলে— বাস।
- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনক—অ্যালান টুরিং।
- কোনাে প্রােগ্রামের ভুলত্রুটি খুঁজে | বের করে তা দূর করাকে বলেডিবাগিং (Debugging)।
- যে নেটওয়ার্ক ১০০ মাইলের অধিক দূরত্ব পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ করতে পারে—WAN (Wide Area Network)|
- যে যন্ত্রকে ইলেকট্রনিকস চক্ষু বলা হয়—রাডার।
- কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যারটি সর্বাধিক উপযােগী—এম.এস.এক্সেল।
- ইন্টারনেট থেকে কোনাে তথ্য কপি করে হুবহু নিজের মতাে চালিয়ে দেওয়াকে বলে—প্লেজারিজম।
- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যাওয়া যে মেমােরির বৈশিষ্ট্য—রাম।
- MICR ব্যবহার করা হয়—ব্যাংকিং শিল্পে।
- প্রতি মুহূর্তে চলমান ডাটা ও তথ্য সংরক্ষিত থাকে যে মেমােরিতে—RAM।
- সাধারণ কী-বাের্ড বিন্যাসকে বলা হয়—QWERTY।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নের আগের অংশকে বলে—User Name
Leave a Comment