- প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২২
- প্রকাশনা : ৩১তম
- প্রকাশক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
- প্রতিবেদনের শিরােনাম : Human Development Report 2021-2022 : Uncertain times, unsettled lives : Shaping our future in a transforming world.
- অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি। এর মধ্যে ৪টি দেশ— উত্তর কোরিয়া, মােনাকো, নাউরু ও সােমালিয়াকে প্রয়ােজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেওয়া হয়নি।
- প্রতিবেদন তৈরির পদ্ধতি : বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যােগাযােগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে।
প্রতিবেদনে বিশ্ব | |
সূচক | ০.৭৩২ |
গড় আয়ু | ৭১.৪ বছর |
মাথাপিছু আয় | ১৬,৭৫২ মার্কিন ডলার |
শীর্ষ দেশ | সুইজারল্যান্ড (সূচক ০.৯৬২) |
সর্বনিম্ন দেশ | দক্ষিণ সুদান (সূচক ০.৩৮৫) |
গড় আয়ুতে শীর্ষে | হংকং (৮৫.৫ বছর) |
গড় আয়ুতে সর্বনিম্ন | শাদ (৫২.৫ বছর) |
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) শীর্ষে | লিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার) |
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) সর্বনিম্ন | বুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার) |
আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন :
- চীন-তাইওয়ান সংকট
- বানিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের ৮টি শহর
- বিশ্বে প্রেসিডেন্ট পদে আসীন নারীরা
- আফ্রিকার তিন দেশ থেকে গ্যাস কিনতে : সমঝােতা সই ইউরােপের
- মার্কিন সিনেটে জলবায়ুবিষয়ক ঐতিহাসিক আইন পাস
- নর্ডিক দেশগুলাের শীর্ষ নেতাদের বৈঠক
- আসিয়ান সম্মেলনে যােগ দিতে পারবে না মিয়ানমার
- পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠক
প্রতিবেদনে বাংলাদেশ | |
সূচক | ০.৬৬১ |
গড় আয়ু | ৭২.৪ বছর • পুরুষ : ৭০.৬ বছর • নারী : ৭৪.৩ বছর |
মাথাপিছু আয় (ক্রয়ক্ষমতার ভিত্তিতে) | ৫,৪৭২ মার্কিন ডলার • পুরুষ : ৮,১৭৬ মার্কিন ডলার • নারী : ২,৮১১ মার্কিন ডলার |
২৭-৩১তম প্রতিবেদনে বাংলাদেশ | |||
যততম | প্রকাশ | দেশ ও অঞ্চল | অবস্থান |
২৭ | ২১ মার্চ ২০১৭ | ১৮৮ | ১৩৯তম |
২৮ | ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ১৮৯ | ১৩৬তম |
২৯ | ৯ ডিসেম্বর ২০১৯ | ১৮৯ | ১৩৫তম |
৩০ | ১৫ ডিসেম্বর ২০২০ | ১৮৯ | ১৩৩তম |
৩১ | ৮ সেপ্টেম্বর ২০২২ | ১৯১ | ১২৯তম |
প্রতিবেদনে শীর্ষ ১০ দেশ | ||||
অবস্থান | দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা. ড |
০১ | সুইজারল্যান্ড | ০.৯৬২ | ৮৪.০ | ৬৬,৯৩৩ |
০২ | নরওয়ে | ০.৯৬১ | ৮৩.২ | ৬৪,৬৬০ |
০৩ | আইসল্যান্ড | ০.৯৫৯ | ৮২.৭ | ৫৫,৭৮২ |
০৪ | হংকং | ০.৯৫২ | ৮৫.৫ | ৬২,৬০৭ |
০৫ | অস্ট্রেলিয়া | ০.৯৫১ | ৮৪.৫ | ৪৯,২৩৮ |
০৬ | ডেনমার্ক | ০.৯৪৮ | ৮১.৪ | ৬০,৩৬৫ |
০৭ | সুইডেন | ০.৯৪৭ | ৮৩.০ | ৫৪,৪৮৯ |
০৮ | আয়ারল্যান্ড | ০.৯৪৫ | ৮২.০ | ৭৬,১৬৯ |
০৯ | জার্মানি | ০.৯৪২ | ৮০.৬ | ৫৪,৫৩৪ |
১০ | নেদারল্যান্ডস | ০.৯৪১ | ৮১.৭ | ৫৫,৯৭৯ |
প্রতিবেদনে সর্বনিম্ন ১০ দেশ |
||||
অবস্থান | দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা. ড |
১৯১ | দক্ষিণ সুদান | ০.৩৮৫ | ৫৫.০ | ৭৬৮ |
১৯০ | শাদ | ০.৩৯৪ | ৫২.৫ | ১৩৬৪ |
১৮৯ | নাইজার | ০.৪০০ | ৬১.৬ | ১২৪০ |
১৮৮ | মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | ০.৪০৪ | ৫৩.৯ | ৯৬৬ |
১৮৭ | বুরুন্ডি | ০.৪২৬ | ৬১.৭ | ৭৩২ |
১৮৬ | মালি | ০.৪২৮ | ৫৮.৯ | ২১৩৩ |
১৮৫ | মােজাম্বিক | ০.৪৪৬ | ৫৯.৩ | ১,১৯৮ |
১৮৪ | বুরকিনা ফাসাে | ০.৪৪৯ | ৫৯.৩ | ২,১১৮ |
১৮৩ | ইয়েমেন | ০.৪৫৫ | ৬৩.৮ | ১,৩১৪ |
১৮২ | গিনি | ০.৪৬৫ | ৫৮.৯ | ২,৪৮১ |
ক্যাটাগরিভিত্তিক মােট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ | |||
ক্যাটাগরি | দেশ | শীর্ষ দেশ | সর্বনিম্ন দেশ |
অতি উচ্চ | ৬৬ | সুইজারল্যান্ড (প্রথম) | থাইল্যান্ড (৬৬তম) |
উচ্চ | ৪৯ | আলবেনিয়া (৬৭তম) | ভিয়েতনাম (১১৫তম) |
মধ্যম | ৪৪ | ফিলিপাইন (১১৬তম) | আইভরিকোস্ট (১৫৯তম) |
নিম্ন | ৩২ | তানজানিয়া (১৬০তম) | দক্ষিণ সুদান (১৯১তম) |
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ | ||
সূচকে | শীর্ষ : শ্রীলংকা | সর্বনিম্ন : আফগানিস্তান |
গড় আয়ুতে | শীর্ষ : মালদ্বীপ | সর্বনিম্ন : আফগানিস্তান |
মাথাপিছু আয়ে | শীর্ষ : মালদ্বীপ | সর্বনিম্ন : আফগানিস্তান |
অবন্থান | দেশ | সূচক | গড় আয়ু (বছর) | মাথাপিছু আয় (PPP) মা. ড |
৭৩ | শ্রীলংকা | ০.৭৮২ | ৭৬.৪ | ১২,৫৭৮ |
৯০ | মালদ্বীপ | ০.৭৪৭ | ৭৯.৯ | ১৫,৪৪৮ |
১২৭ | ভুটান | ০.৬৬ | ৭১.৮ | ৯,৪৩৮ |
১২৯ | বাংলাদেশ | ০.৬১ | ৭২.৪ | ৫,৪৭২ |
১৩২ | ভারত | ০.৬৩৩ | ৬৭.২ | ৬,৫৯০ |
১৪৩ | নেপাল | ০.৬০২ | ৬৮.৪ | ৩,৮৭৭ |
১৬১ | পাকিস্তান | ০.৫৪৪ | ৬৬.১ | ৪,৬২৪ |
১৮০ | আফগানিস্তান | ০.৪৭৮ | ৬২.০ | ১,৮২৪ |