সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ােগ টিপস নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!
প্রশ্ন : জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠন করা হয়—
উত্তর : ১৯৬৫ সালে।
প্রশ্ন : বাংলাদেশে সরকারি সমাজসেবা কার্যক্রমের সূত্রপাত ঘটে—
উত্তর : ব্রিটিশ আমলে।
প্রশ্ন : সমাজকল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৬১ সালে।
প্রশ্ন : গ্রামীণ সমাজসেবার (আরএসএস) কার্যক্রম—
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন।
প্রশ্ন : গ্রামীণ সমাজসেবা কার্যক্রম চালু হয়—
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : ‘গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বিস্তৃত রয়েছে—
উত্তর : ৪৫৮টি উপজেলায়।
প্রশ্ন : ‘শহর সমাজসেবা কার্যক্রম চালু হয়—
উত্তর : ১৯৫৫ সালে।
প্রশ্ন : UCD- এর পূর্ণ রূপ-
উত্তর : Urban Community Development
প্রশ্ন : বাংলাদেশে – AID কর্মসূচি শুরু হয়েছিল—
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : ‘গ্রামীণ সমাজসেবা’ নামের প্রকল্পটি প্রাথমিকভাবে শুরু হয়—
উত্তর : ১৯টি জেলায়।
প্রশ্ন : ‘Urban Community Development Project পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল—
উত্তর : ঢাকার কায়েতটুলীতে।
প্রশ্ন : “Urban Community Development Project-এর নাম পরিবর্তন করে কবে রাখা হয়—
উত্তর : Urban Social Service (শহর সমাজসেবা কার্যক্রম)।
প্রশ্ন : ঢাকা মেডিকেল কলেজে ‘চিকিৎসা সমাজকর্ম চালু হয়—
উত্তর : ১৯৫৮ সালে।
প্রশ্ন : সেভ দ্য চিলড্রেন কাজ করে-
উত্তর : কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে।
প্রশ্ন : সামাজিক নিরাপত্তাবেষ্টনীর উদাহরণ—
উত্তর : প্রবীণ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা।
প্রশ্ন : আন্তর্জাতিক প্রবীণ দিবস—
উত্তর : ১ অক্টোবর।
প্রশ্ন : UCEP–এর পূর্ণ রূপ—
উত্তর : Under Privileged Children’s Educational Programmes
প্রশ্ন : আধুনিক সমাজকল্যাণের ভিত্তি—
উত্তর : দানশীলতানির্ভর সমাজকল্যাণ।
প্রশ্ন : ইউসেফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়—
উত্তর : ১৯৭২ সালে।
প্রশ্ন : সমাজকর্ম মূলত—
উত্তর : একটি সাহায্যকারী পেশা।
প্রশ্ন : NASW—এর পূর্ণ রূপ
উত্তর : National Association of Social Workers.
প্রশ্ন : সমাজকর্ম শিক্ষার ব্যবহারিক ক্ষেত্র হলাে—
উত্তর : মাঠকর্ম।
প্রশ্ন : পেশাগত সম্পর্ক স্থাপনকে সমাজকর্মের ভাষায় বলে—
উত্তর : Rapport।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম শিশু আইন পাস হয়—
উত্তর : ১৯৭৪ সালে।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম যৌতুক নিরােধ আইন পাস হয়—
উত্তর : ১৯৮০ সালে।
প্রশ্ন : জাতীয় কিশাের উন্নয়ন প্রতিষ্ঠানের অবস্থান—
উত্তর : পুলেরহাট, যশাের।
প্রশ্ন : দেশের একমাত্র কিশােরী সংশােধনী প্রতিষ্ঠান অবস্থিত—
উত্তর : কোনাবাড়ী (গাজীপুর)।
প্রশ্ন : স্যার হেনরি ডুনান্ট রেড ক্রিসেন্ট সােসাইটি প্রতিষ্ঠা করেন—
উত্তর : ১৮৬৩ সালে।
প্রশ্ন : চিকিৎসা কার্যক্রমে রেড ক্রিসেন্ট সােসাইটি অনুশীলন করে—
উত্তর : ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি।
প্রশ্ন : ওয়ার্ল্ড ভিশন হচ্ছে—
উত্তর : একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
প্রশ্ন : ওয়ার্ল্ড ভিশন প্রতিষ্ঠিত হয়—
উত্তর : খ্রিষ্টধর্মের আলােকে।
প্রশ্ন : বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের প্রথম যাত্রা শুরু হয়—
উত্তর : ১৯৭০ সালে।
প্রশ্ন : হাসপাতালে রােগীর সঙ্গে সমাজকর্মী যে সম্পর্ক গড়ে তােলেন, তাকে–
উত্তর : Rapport বলে।
প্রশ্ন : AIDS প্রতিরােধে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে—
উত্তর : সচেতনতা সৃষ্টিকারী।
প্রশ্ন : সমাজকল্যাণ দপ্তরকে সমাজসেবা অধিদপ্তরে উন্নীত করা হয়—
উত্তর : ১৯৮৪ সালে।
প্রশ্ন : ‘বিদ্যালয় সমাজকর্ম’ ইউনিট খােলা হয়—
উত্তর : আরমানিটোলা হাইস্কুলে (১৯৫৯ সালে)।
প্রশ্ন : বাংলাদেশে সরকারি সমাজসেবা বলতে—
উত্তর : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিকে বােঝায়।
প্রশ্ন : গ্রামীণ এলাকায় দুস্থ-দারিদ্র্য বিমােচনসহ আর্থসামাজিক উন্নয়ন সাধনের সম্পর্কযুক্ত কর্মসূচি
উত্তর : গ্রামীণ সমাজসেবা।
প্রশ্ন : প্রবীণ হিতৈষী সংঘের উদ্ভব ঘটে—
উত্তর : ১৯৬০ সালে।
প্রশ্ন : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর’ বাংলাদেশে আঘাত হানে—
উত্তর : ২০০৭ সালে।
প্রশ্ন : জাতীয় সমাজসেবা দিবস-
উত্তর : ২ জানুয়ারি।
প্রশ্ন : সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক—
উত্তর : ড. আবু সালেহ মােস্তফা কামাল।
প্রশ্ন : বাংলাদেশের বর্তমান সমাজকল্যাণমন্ত্রীর নাম—
উত্তর : নুরুজ্জামান আহমেদ।
প্রশ্ন : আন্তসার্ভিস প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়—
উত্তর : ১৯৬৩ সালে।
প্রশ্ন : সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিভক্ত হয়ে
উত্তর : সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নামে দুটি মন্ত্রণালয়ের সৃষ্টি হয়।
প্রশ্ন : আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমােচনের অন্যতম প্রাথমিক শর্ত-
উত্তর : মানবসম্পদ উন্নয়ন।
প্রশ্ন : জাতিসংঘ ‘আন্তর্জাতিক প্রবীণ বর্ষ’ ঘােষণা করে—
উত্তর : ১৯৯১ সালকে।
প্রশ্ন : জনপ্রিয় কার্টুন ছবির ‘মীনা’ প্রচারে অবদান রাখে—
উত্তর : UNICEF।
Leave a Comment