সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পড়ে নিন
প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর : কুতুবদিয়া।
প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর : পটুয়াখালী।
প্রশ্ন : খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে?
উত্তর : সিলেটে।
প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর : চার্লস উইলকিনস।
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়নের নাম কী ?
উত্তর : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক।
প্রশ্ন : ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
উত্তর : ইউরিয়া।
প্রশ্ন : বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী?
উত্তর : বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়।
প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
উত্তর : ১০ এপ্রিল।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর : নাজমুন আরা সুলতানা।
প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারি ১ম ওশেনিয়ান দেশ কোনটি?
উত্তর : টোঙ্গো।
প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার।
প্রশ্ন : জাতীয় কর দিবস কবে?
উত্তর : ৩০নভেম্বর।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
উত্তর : পার্বত্য রাঙামাটি।
প্রশ্ন : সরকারের প্রধান নির্বাহী প্রধান কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?
উত্তর : বগুড়ায়।
প্রশ্ন : মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল ?
উত্তর : ১২ টি।
প্রশ্ন : সন্তোষ কী জন্য বিখ্যাত?
উত্তর : কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।
প্রশ্ন : শহীদ আসাদ দিবস কবে ?
উত্তর : ২০জানুয়ারি।
প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর : কক্সবাজার জেলায়।
প্রশ্ন : ২৬ মার্চকে জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর : ১৯৮০ সালে।?
প্রশ্ন : মণিপুরীরা কোথায় বাস করে?
উত্তর : সিলেটে।
প্রশ্ন : দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন কোথায় অবস্থিত?
উত্তর : মিরসরাই, চট্টগ্রাম।
প্রশ্ন : পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়?
উত্তর : রেকটর।
প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর : ১৯৯৭ সালে।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল কয়টি ?
উত্তর : ১৮টি।
প্রশ্ন : জাতীয় ‘শোক দিবস’ কবে?
উত্তর : ১৫ আগস্ট।
প্রশ্ন : গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে?
উত্তর : ময়মনসিংহে।
প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর : উত্তরাধিকার।
প্রশ্ন : উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর : নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।
প্রশ্ন : আইনসভার সভাপতিকে কি বলা হয়?
উত্তর : স্পিকার ।
প্রশ্ন : শালবন বিহার কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।
প্রশ্ন : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?
উত্তর : ১৯৬১ সালে।
প্রশ্ন : মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়?
উত্তর : ইসলামাবাদ।
প্রশ্ন : রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?
উত্তর : ৬ জুলাই ১৯৫৩ সালে।
প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
প্রশ্ন : ‘জীবন তরী’ কী?
উত্তর : একটি ভাসমান হাসপাতাল।
প্রশ্ন : পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?
উত্তর : আখের ছোবরা।
প্রশ্ন : চট্টগ্রাম, পাহাড়তলী কী জন্য বিখ্যাত?
উত্তর : রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য।
প্রশ্ন : ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।
প্রশ্ন : বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়?
উত্তর : কমিশনার।
প্রশ্ন : ’ব্যাথার দান’ কে লিখেছেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।
প্রশ্ন : জাতীয় ‘সংহতি দিবস’ কবে?
উত্তর : ৭ নভেম্বর।
প্রশ্ন : চিনি ও খাদ্য শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে?
উত্তর : শিল্প মন্ত্রণালয়।
প্রশ্ন : ‘শেষের কবিতা’ কে লিখেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।
প্রশ্ন : চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?
উত্তর : বাঁশ ও কাঠ।
প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর : জাতীয় সংসদের স্পিকার।
প্রশ্ন : মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়?
উত্তর : জাহাঙ্গীরনগর।
প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে।