৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।
৪৬তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন : ডুরান্ড লাইন সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তান ৷
প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম
উত্তর : প্রশান্ত মহাসাগর ।
প্রশ্ন : বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল
উত্তর : কনস্টান্টিনোপল ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে প্রথম আধুনিক জনশুমারি পরিচালিত হয়
উত্তর : ১৭৯০ সালে ।
প্রশ্ন : হিথ্রো বিমানবন্দর অবস্থিত
উত্তর : যুক্তরাজ্যে।
প্রশ্ন : All the News that is Fit to Print যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট
উত্তর : দ্য নিউইয়র্ক টাইমস
প্রশ্ন : মিসরের প্রেসিডেন্টের বাসভবনের নাম
উত্তর : রাম আলটিন প্যালেস ।
প্রশ্ন : পেন্টাগন যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পটোম্যাক ।
প্রশ্ন : পলমল হলো
উত্তর : লন্ডনের একটি পথের নাম ৷
প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন
উত্তর : উইনস্টন চার্চিল ।
প্রশ্ন : Four Freedoms Speech-এর সাথে সম্পৃক্ত
উত্তর : থিওডোর রুজভেল্ট।
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েবারা পেশায় ছিলেন
উত্তর : চিকিৎসক।
প্রশ্ন : বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা
উত্তর : এরিস্টটল ।
প্রশ্ন : নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে
উত্তর : থমাস গ্রেসাম ।
প্রশ্ন : প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন
উত্তর : ফিনিশীয়রা
প্রশ্ন : ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো
উত্তর : বর্তমান কালের ব্যঞ্জনবর্ণের সাথে মিল রয়েছে।
প্রশ্ন : MQ-9 Reaper, X47B যে দেশের ড্রোনের নাম
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : যে চুক্তির মাধ্যমে ইউরোপোল সৃষ্টি হয়
উত্তর : ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে।
প্রশ্ন : ডেটন চুক্তির লক্ষ্য ছিল
উত্তর : বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো।
প্রশ্ন : আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ২০ জুলাই ১৯৫৬।
প্রশ্ন : বিশ্বব্যাংকের দুর্নীতি বিরোধী ইউনিট
উত্তর : ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট ।
প্রশ্ন : OPCW’র পূর্ণরূপ
উত্তর : Organization for the Prohibition of Chemical Weapons
প্রশ্ন : আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ’ (ISA) এর সদরদপ্তর অবস্থিত
উত্তর : কিংস্টন, জ্যামাইকা
প্রশ্ন : FINA
উত্তর : Federation and International de-nation Amateur
প্রশ্ন : অস্কার পুরস্কারের অন্য নাম
উত্তর : একাডেমি অ্যাওয়ার্ড
প্রশ্ন : অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম নারী
উত্তর : ইলিনর অস্ট্রম ।
প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৯ ।
প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নের সংস্কারবিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ১৩ ডিসেম্বর ২০০৭।
প্রশ্ন : নোবেল জয়ী প্রথম মুসলিম নারী
উত্তর : শিরিন এবাদি (ইরান) ।
প্রশ্ন : World Food Programme (WFP)-এর সদর দপ্তর
উত্তর : রোম, ইতালি ।
প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হয়
উত্তর : ১৬ নভেম্বর ১৯৯৪ ।
প্রশ্ন : UNRISD’র সদর দপ্তর অবস্থিত
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রশ্ন : কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তাদের বলা হয়
উত্তর : হাইকমিশনার।
প্রশ্ন : Gulf Cooperation Council (GCC) এর সদস্য দেশ
উত্তর : ৬টি ।
প্রশ্ন : ASEM প্রতিষ্ঠার উদ্দেশ্য
উত্তর : দুটি মহাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করা ।
প্রশ্ন : ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের রচয়িতা
উত্তর : অ্যাডাম স্মিথ
প্রশ্ন : ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর যে দেশের অংশ ছিল
উত্তর : মালয়েশিয়া
প্রশ্ন : ‘গ্রিনল্যান্ড’-এর মালিকানা যে দেশের
উত্তর : ডেনমার্ক ।
প্রশ্ন : ‘তাস’ যে দেশের সংবাদ সংস্থা
উত্তর : রাশিয়া ।
প্রশ্ন : হারারের পূর্ব নাম
উত্তর : সলসব্যারী
প্রশ্ন : পূর্বে যে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল
উত্তর : থাইল্যান্ড ।
প্রশ্ন : ‘লাইন অব কন্ট্রোল’ যে দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে
উত্তর : ভারত ও পাকিস্তান
প্রশ্ন : ‘গ্রেট হল’ অবস্থিত
উত্তর : চীন।
প্রশ্ন : কার্ল মার্কস যে দেশে মৃত্যুবরণ করেন
উত্তর : যুক্তরাজ্য ।
প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি
উত্তর : প্রশাসক ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্র এককভাবে Anti-Ballistic Missile (ABM) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে
উত্তর : ১৩ জুন ২০০২ ।
প্রশ্ন : আরব লীগ প্রতিষ্ঠা পায়
উত্তর : ২২ মার্চ ১৯৪৫ ।
প্রশ্ন : ‘Law of the Sea Convention’ DP অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।
প্রশ্ন : ‘Black Lives Matter ́ হলো
উত্তর : বর্ণবাদ বিরোধী আন্দোলন ।
প্রশ্ন : মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগিরণে সবচেয়ে বেশি দায়ী যে দেশ
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : Special Drawing Rights (SDR) সুবিধা প্রবর্তনের জন্য IMF-এর গঠনতন্ত্র সংশোধন করা হয়
উত্তর : ১৯৬৯।
প্রশ্ন : ফলকেটিং যে দেশের আইন সভা
উত্তর : ডেনমার্ক ।
প্রশ্ন : ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসি (NLD) যে দেশের রাজনৈতিক দল
উত্তর : মিয়ানমার ।
প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়
উত্তর : ১৯৮২ সালে ।
প্রশ্ন : BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম
উত্তর : New Development Bank (NDB)।
প্রশ্ন : সামরিক ভাষায় ‘WMD অর্থ
উত্তর : Weapons of Mass Destruction
প্রশ্ন : মায়া সভ্যতা বিশ্বের যে অঞ্চলে বিরাজমান ছিল
উত্তর : মধ্য আমেরিকা ।
প্রশ্ন : জাতিসংঘের যে সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
উত্তর : UNCTAD।