আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলীশিক্ষক নিবন্ধন

শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন : ভৌগােলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে
উত্তর : কর্কটক্রান্তি রেখা।

প্রশ্ন : যে মােগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল
উত্তর : আওরঙ্গজেব।

প্রশ্ন : আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল
উত্তর : যুগ্ম সম্পাদক।

প্রশ্ন : বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির প্রস্তাবক ছিলেন
উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন
উত্তর : এ. এইচ.এম. কামারুজ্জামান।

প্রশ্ন : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে
উত্তর : রেসকোর্স ময়দানে (বর্তমানে সােহরাওয়ার্দী উদ্যান)।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখােশ’-এর সংগীত পরিচালক ছিলেন
উত্তর : সমর দাস।

প্রশ্ন : বরেন্দ্র গবেষণা জাদুঘর উদ্বোধন করেন
উত্তর : বাংলার গভর্নর লর্ড কারমাইকেল।

প্রশ্ন : বাংলাদেশ সরকার মানবসম্পদ উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে
উত্তর : শিক্ষা ও স্বাস্থ্যখাতকে।

প্রশ্ন : মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্বাচন করেন
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : জাতীয় কিশােরী উন্নয়ন কেন্দ্র অবস্থিত
উত্তর : কোনাবাড়ী, গাজীপুর।

প্রশ্ন : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম
উত্তর : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।

চলতি ঘটনাবলি বাংলাদেশ

প্রশ্ন : যে সংসদ নির্বাচনে সর্বপ্রথম EVM ব্যবহার করা হয়
উত্তর : একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রশ্ন : দেশে মােট মেট্রোপলিটন পুলিশ থানা রয়েছে
উত্তর : ১১০টি।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশ সর্বশেষ যে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে
উত্তর : কসােভাে (১৮ ফেব্রুয়ারি ২০১৮)।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত
উত্তর : আর্ল রবার্ট মিলার।

প্রশ্ন : ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন করেন
উত্তর : অধ্যাপক ড. এম. এ, এম, ইয়াহিয়া খন্দকার।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকাশিতব্য তিনটি গ্রন্থ হলাে
উত্তর : নয়া চীন ভ্রমণ, আগরতলা ষড়যন্ত্র মামলা ও স্মৃতিকথা।

প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেলরুট
উত্তর : ঢাকাউত্তর : পঞ্চগড়; ৬৩৯ কিমি।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী মেজর
উত্তর : জেনারেল ডা. সুসানে গীতি।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button