বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব

ক. আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ‘বলকানের কসাই’ নামে পরিচিত
উত্তর : সাবেক যুগােশ্লাভ একনায়ক স্লোবােদান মিলােসেচ্চি।

প্রশ্ন : আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী
উত্তর : সাঙ্গু।

প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র
উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা
উত্তর : পাঁচটি; ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।

প্রশ্ন : CNN এর পূর্ণ রুপ
উত্তর : Cable News Network

আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত
উত্তর : ভিয়েনা; অস্ট্রিয়া।

প্রশ্ন : উপসাগরীয় সহযােগিতা পরিষদ (GCC) এর সদস্য রাষ্ট্র
উত্তর : ৬টি।

প্রশ্ন : ‘ডটার অব পাকিস্তান’ হিসেবে পরিচিত
উত্তর : মালালা ইউসুফজাঈ।

প্রশ্ন : ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী
উত্তর : মকবুল ফিদা হােসেন।

প্রশ্ন : মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস’ উক্তিটি
উত্তর : কার্ল মার্কসের।

প্রশ্ন : শান্তিতে নােবেলজয়ী প্রথম নারী
উত্তর : বার্থাভন সুটনার (অস্ট্রিয়া হাঙ্গেরি)।

প্রশ্ন : যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
উত্তর : ইরাক।

খ. চলতি ঘটনাবলি আন্তর্জাতিক

প্রশ্ন : ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কলকাতার প্রথম মুসলমান মেয়র নির্বাচিত হন
উত্তর : ফিরহাদ হাকিম।

প্রশ্ন : তুরস্কের আইনসভার বর্তমান আসন সংখ্যা
উত্তর : ৬০০টি।

প্রশ্ন : মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান নির্বাচিত হন
উত্তর : ইলহান ওমর ও রশিদা তালিব।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ই কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম
উত্তর : আলিবাবা (চীন)।

প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানের যে মৌলিক এককের সংজ্ঞায় পরিবর্তন আসে
উত্তর : কিলােগ্রাম।

প্রশ্ন : ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযােগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন
উত্তর : আনা বার্নস (আয়ারল্যান্ড)।

প্রশ্ন : ১১ মে ২০১৮ যে দেশের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে
উত্তর : আয়ারল্যান্ড।

প্রশ্ন : বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু
উত্তর : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

গ. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রােগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ
উত্তর : একই হয়।

প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলাে
উত্তর : হীরক।

প্রশ্ন : যে ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়
উত্তর : ভিটামিন ‘সি’।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : মানুষের রক্তে লােহিত রক্তকণিকার পরিমাণ শ্বেত কণিকার চেয়ে
উত্তর : ৫০০ গুণ বেশি।

প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর : ক্যালসিয়াম।

প্রশ্ন : পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে যে রেখা
উত্তর : নিরক্ষরেখা।

প্রশ্ন : যে তারিখে উত্তর গােলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছােট হয়
উত্তর : ২১ জুন।

প্রশ্ন : কম্পিউটারের মূল মেমােরি তৈরি হয়
উত্তর : সিলিকন দিয়ে।

প্রশ্ন : তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক
উত্তর : গাজীপুর জেলার কালিয়াকৈর।

প্রশ্ন : বসন্ত রােগ
উত্তর : দুই ধরনের গুটি বসন্ত ও জল বসন্ত।

প্রশ্ন : ফলের প্রধান তিনটি অংশ
উত্তর : বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তঃত্বক।

Related Post

Leave a Comment