আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি :

  • ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন- রাজা নেবুচাদনেজার।
  • টিপু সুলতান যে অঞ্চলের শাসনকর্তা ছিলেন- মহীশূর।
  • Republic গ্রন্থের রচয়িতা- প্লেটো।
  • ফরাসি বিপ্লবের শিশু নামে পরিচিত- নেপােলিয়ান।
  • ওয়াটার লু যুদ্ধে জয়ী সেনাপতি- ডিউক অব ওয়েলিংটন।
  • যে সভ্যতার সময় চাকা আবিষ্কার হয়- সুমেরীয় সভ্যতা।
  • বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করে- অ্যাসেরীয়রা।
  • পৃথিবীর সবচেয়ে বেশি লােক যে ভাষায় কথা বলে- মান্দারিন।
  • আফগানিস্তান থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়- ১৯৮৯ সালে।
  • দক্ষিণ এশিয়ার সর্বমােট দেশের সংখ্যা- ৯টি।
  • গারুদা যে দেশের বিমান সংস্থা- ইন্দোনেশিয়া।
  • কলকাতা নগরীর পত্তন করেন- জব চার্নক।
  • যে দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরােধ রয়েছে- কুড়িল।
  • PLO’র সদর দপ্তর অবস্থিত- রামাল্লা, ফিলিস্তিন।
  • উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়- ১৯৪৫ সালে।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক :

  • স্পেনের গৃহযুদ্ধ সংঘটিত হয় ১৯৩৬-১৯৩৯ পর্যন্ত।
  • ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে- ১৯৭৩ সালে।
  • মদিনা সনদে মােট ধারা ছিল ৪৭টি।
  • ভূমধ্যসাগরে ইতালির নৌঘাটি যে দ্বীপে অবস্থিত সিসিলি ।
  • ইন্টারপােলের সদর দপ্তর- লিও, ফ্রান্স।
  • হিটলারের গােপন পুলিশ বাহিনীর নাম- গেস্টাপাে।
  • হিজরুল্লাহ যে দেশের গেরিলা সংগঠন- লেবানন।
  • যে চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে- ভার্সাই চুক্তি স্বাক্ষরিত ২৮ জুন ১৯১৯।
  • নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়- ২৯ আগস্ট ১৮৪২।
  • প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর ইয়ােকোসুকা ম্যারাথন যুদ্ধে জয়লাভ করে– গ্রিস।।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে- ১১ নভেম্বর ১৯১৮।
  • যুক্তরাষ্ট্র জাপানের হিরােশিমায় ‘লিটল বয়’ নামক পারমাণবিক বােমা ফেলে- ৬ আগষ্ট ১৯৪৫।

৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ :

  • বর্তমানে তৈরি পােশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ- চীন।
  • শয়তান-২ যে দেশের ক্ষেপণাস্ত্র- রাশিয়া।
  • ৩৩তম ASEAN সম্মেলন অনুষ্ঠিত হয়- সিঙ্গাপুর।
  • ইন্টারপােলের বর্তমান সদস্য- ১৯৪টি।
  • World Expo 2025 অনুষ্ঠিত হবে- ওসাকা, জাপান।
  • UNICEFর কনিষ্ঠ শুভেচ্ছা দূত- মিলি ববি ব্রাউন।
  • EPA’র ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ নির্মল বায়ুর দেশ- অস্ট্রেলিয়া।
  • জাতিসংঘ পরিবেশ কর্মসূচীর (UNEP) বর্তমান নির্বাহী পরিচালক- জোয়েস মাসুয়া।
  • বিশ্বকাপ ফুটবল ২০১৮-এ সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন- কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স।
  • NATO’র ২৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্রাসেলস, বেলজিয়াম।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন- ৬ ডিসেম্বর ২০১৭।

৪. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি :

  • ইকোলজি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
  • পরিবেশ দূষণ রােধ করার জন্য বর্তমান CFC’র পরিবর্তে যে গ্যাস ব্যবহৃত হয়- গ্যাজোলিয়াম।
  • ডিজেল পােড়ানাের ফলে বাতাসে যে গ্যাস বৃদ্ধি পায়- সালফার-ডাই-অক্সাইড।
  • World Wide Fund for Nature সদরদপ্তর- গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
  • IUCN’র কাজ- প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ।
  • জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন- ভিয়েনা কনভেনশন।
  • বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন রয়েছে- স্ট্রাটোমণ্ডল।
  • বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশে যে ধরনের ক্ষতি হবে- নিম্নাঞ্চল ডুবে যাবে।
  • বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়- ২২ এপ্রিল।
  • আন্তর্জাতিক নবায়নযােগ্য শক্তি সংস্থার (IRENA) সদরদপ্তর- আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত।
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-24) অনুষ্ঠিত হয়- কাতােভিচ, পােল্যান্ড।
  • প্রতি কেজি বাতাসে ওজোনের গড় ঘনত্ব- ৬৩৫ মাইক্রোগ্রাম।

৫. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি :

  • জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচারিত হয়- ৯টি ভাষায়।
  • জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য- পােল্যান্ড
  • মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করে যে সংস্থা- UNDP।
  • জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) প্রতিষ্ঠিত হয়- ১৯৬১।
  • কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ- ৫৩টি।
  • আরব লীগের সদরদপ্তর অবস্থিত- কায়রে, মিসর।
  • যে চুক্তির মাধ্যমে ইউরােপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠিত হয়- রােম চুক্তি।
  • রােটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা- পল পি হ্যারিস।
  • বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
  • Human Rights Watch যে ধরনের সংস্থা- মানবাধিকার বিষয়ক।
  • BRICSর উদ্যোগে গঠিত ব্যাংক- NDB।
  • OIC’র প্রথম মহাসচিব- টেংকু আবদুর রহমান।
  • ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (IPU)-এর সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
  • ইসলামি উন্নয়ন ব্যাংক (IDB) এর বর্তমান সদস্য- ৫৭টি।
  • জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।
  • আসিয়ানভুক্ত দেশ এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম- ASEAN+3.

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button