আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs December 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১

Current Affairs December 2021, important questions and answers are discussed below. Recent general knowledge, Bangladesh affairs, international affairs have been discussed in detail here. I hope this article will be very useful for BCS Preparation.

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২১ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। এখানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।

Current Affairs December 2021 Bangladesh affairs

প্রশ্ন : দেশে নির্মিতব্য নতুন দুটি ভূমি জরিপ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশাের ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট।

প্রশ্ন : বর্তমানে দেশে চালুকৃত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর : ৪৫৬টি। চলমান প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি।

প্রশ্ন : ২৮ অক্টোবর ২০২১ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) কোন স্টক এক্সচেঞ্জে কমােডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রাথমিক অনুমােদন দেয়?
উত্তর : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)।

প্রশ্ন : ২৫ অক্টোবর ২০২১ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে কবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করা হয়?
উত্তর : ২৮ অক্টোবর ২০১১।

প্রশ্ন : আন্তর্জাতিক পুঁজি বিনিয়ােগ সংস্থা (IFC) বাংলাদেশে কী নামে বন্ড ছাড়ার উদ্যোগ নেয়?
উত্তর : টাকা বন্ড ।

প্রশ্ন : উপন্যাসিকা কী?
উত্তর : উপন্যাসিকা এমন ধরনের সাহিত্যকর্ম, যা ছােটগল্পের চেয়ে বড় আবার উপন্যাসের চেয়ে ছােট এবং যা সাধারণত কাল্পনিক ও বর্ণনামূলক।

প্রশ্ন : জলবায়ু সংকট মােকাবিলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কোন ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয়?
উত্তর : ডক্টর অব লিটারেচার (ডি-লিট)।

প্রশ্ন : দেশে করােনা চিকিত্সায় মলমুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমােদন দেওয়া হয় কবে?
উত্তর : ৮ নভেম্বর ২০১১।

প্রশ্ন : কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযােগিতা বাড়াতে বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে?
উত্তর : ২০টি।

Current Affairs December 2021 international affairs

প্রশ্ন : ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ৩১ অক্টোবর-১৩ নভেম্বর ২০১১।

প্রশ্ন : ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP26 কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : গ্লাসগাে, স্কটল্যান্ড।

প্রশ্ন : MOTIV Creations Limited কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর: উগান্ডা।।

প্রশ্ন : IPTV’র পূর্ণরূপ কী?
উত্তর : Internet Protocol Television

প্রশ্ন : ৬ অক্টোবর ২০২১ জাপানের শ্রমিক ইউনিয়ন রেঙ্গো (RENGO)-এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কে?
উত্তর : তােমােকো ইয়ােশিনাে।

প্রশ্ন : কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর কেন্দ্রীয় কারাগার’আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় কবে?
উত্তর : ২ নভেম্বর ২০১১।

প্রশ্ন : ২ নভেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন কে?
উত্তর : এরিক এডামস।

প্রশ্ন : জার্মানির আইনসভার নিম্নকক্ষ বুন্দেসটাগের তৃতীয় নারী স্পিকার কে?
উত্তর : বেয়ার্কেল বাস।

প্রশ্ন : ৪ নভেম্বর ২০২১ কোন দেশে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয়?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF) কোন দেশ ভিত্তিক সংগঠন?
উত্তর : ইথিওপিয়া।।

প্রশ্ন : ১৫ অক্টোবর ২০২১ ইতালির নতুন জাতীয় এয়ারলাইন্স হিসেবে কারা যাত্রা শুরু করে?
উত্তর : ITA Airways।

প্রশ্ন : PNS Tughril (F261) কোন দেশের যুদ্ধজাহাজ?
উত্তর : পাকিস্তান (নির্মাতা চীন)।

প্রশ্ন : প্রথম নারী হিসেবে মহাকাশে হটেন কে?
উত্তর : ভেতলানা সাভিতসকায়া (রাশিয়া)।

প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাের্ডের চেয়ারম্যান কে?
উত্তর : আঙুলা মিয়া সিং বাইস।

প্রশ্ন : প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কে?
উত্তর : জেসিকা ওয়াটকিনস (সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল ২০২২)।

প্রশ্ন : ১৯তম NAM সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ২০২৩ সালে, উগান্ডা।

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রােলস রয়েলস নির্মিত দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কী?
উত্তর : Spirit of Innovation

Current Affairs December 2021 Playground

প্রশ্ন : টানা চার বলে চার উইকেট পেলে ক্রিকেটের পরিভাষায় তাকে কী বলে?
উত্তর : ডাবল হ্যাটট্রিক।

প্রশ্ন : টি-২০ বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার কে?
উত্তর : কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড)।

প্রশ্ন : ICC’র নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম জয় পাওয়া দেশ কোনটি?
উত্তর : নামিবিয়া।

প্রশ্ন : অষ্টম টি-২০ বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২; অস্ট্রেলিয়া।

প্রশ্ন : ২০২৫ সালে নবম চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : ২০২৯ সালে দশম চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ভারত।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button