
Current Affairs March 2020 কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
প্রশ্ন : সারাদেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্ট রায় প্রদান করেন কবে?
উত্তর : ১০ ফেব্রুয়ারি ২০২০।
প্রশ্ন : শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার ২০২০’ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : ভারতেশ্বরী হােমস্।
প্রশ্ন : গবেষণায় একুশে পদক ২০২০ লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI)।
প্রশ্ন : L’oreal UNESCO Women in Science Award লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ড. ফেরদৌসী কাদরী।
প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র সাময়িক সম্প্রচার শুরু করে কবে?
উত্তর : ২৬ জানুয়ারি ২০২০; ১২ ঘণ্টা চলে।
প্রশ্ন : দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি?
উত্তর : ঢাকা-মাওয়া মহাসড়ক।
প্রশ্ন : প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : শিবচর, মাদারীপুর।
প্রশ্ন : শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা জেলা কয়টি ও কী কী?
উত্তর : ৭টি— ঢাকা, ফেনী, গােপালগঞ্জ, নাটোর,
প্রশ্ন : সরকারিভাবে বিদেশ যেতে আগ্রহীদের দেশব্যাপী নিবন্ধন শুরু হয় কবে?
উত্তর : ৯ ফেব্রুয়ারি ২০২০।
আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০
প্রশ্ন : ৫ ফেব্রুয়ারি ২০২০ প্রধানমন্ত্রী শেখ ‘ হাসিনা কোথায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যালারি ভবন উদ্বোধন করেন?
উত্তর : রােম, ইতালি ।
প্রশ্ন :৩ ফেব্রুয়ারি ২০২০ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (CID) তৃতীয় ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয় কোথায়?
উত্তর : রাজশাহী; অন্য দুটির অবস্থান ঢাকা ও চট্টগ্রাম।
প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি ২০২০ ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও রবীন্দ্রনাথ গ্যালারির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়?
উত্তর : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়; কলকাতা।
প্রশ্ন : বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ কোথায় অবস্থিত?
উত্তর : খুলনা।
প্রশ্ন : শেখ রাসেল পানি শােধনাগার’কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রাম।
প্রশ্ন : বর্তমানে কয়টি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে?
উত্তর : ৪৫টি; (সূত্র : সংসদে বাণিজ্যমন্ত্রী, ৫ ফেব্রুয়ারি ২০২০)।
প্রশ্ন : বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত অভয়াশ্রম কতটি?
উত্তর : ৪৩২টি (সূত্র : সংসদে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ৩ ফেব্রুয়ারি ২০২০)।
আন্তর্জাতিক
প্রশ্ন : সম্প্রতি কোন দেশের ডাকটিকিটে জেরুজালেম শহরের ছবি চিত্রায়িত করা হয়?
উত্তর : ওমান।
প্রশ্ন : আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু চুল্লি নির্মাণের লাইসেন্স অনুমােদন দেয় কোন দেশ?
উত্তর : সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : অভিশংসন বিচারে মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প অব্যাহতি লাভ করেন কবে?
উত্তর : ৫ ফেব্রুয়ারি ২০২০।
প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন কবে?
উত্তর : ২৮ জানুয়ারি ২০২০।
প্রশ্ন : ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ৩ নভেম্বর ২০২০।
আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০
প্রশ্ন : করােনাভাইরাসের সপ্তম প্রজাতির নাম কী?
উত্তর : 2019 Novel Corona Virus (2019-nCoV)।
প্রশ্ন : Novel Corona Virus-এর সংক্রমণে ফু’র মতাে উপসর্গ নিয়ে যে রােগ হয়, তার নাম কী?
উত্তর : COVID-191
প্রশ্ন : পঙ্গপাল কী?
উত্তর : পঙ্গপাল মূলত এক প্রকার পতঙ্গ। ইংরেজি Locust বা পঙ্গপাল শব্দটি এসেছে Vulgar Latin Locusta CRITF, TIS অর্থ ফড়িং বা পতঙ্গ (Grasshopper)।
প্রশ্ন :২০২০ সালে যুক্তরাজ্যের নতুন নােটে কোন বাংলাদেশি বিজ্ঞানীর মুখের প্রতিচ্ছবি দেখা যাবে?
উত্তর : আচার্য জগদীশ চন্দ্র বসু; ৫০ পাউন্ডের মুদ্রায়।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম কী?
উত্তর : বােয়িং ৭৭৭ এক্স’; এর দৈর্ঘ্য ২৫২ ফুট এবং যাত্রী ধারণক্ষমতা ৩৬০ জন।।
প্রশ্ন : রসুন উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]
প্রশ্ন : আদা রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
প্রশ্ন : আদা উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ভারত। ক্রিীড়াঙ্গন
প্রশ্ন : বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর : মুশফিকুর রহিম।
প্রশ্ন : দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন কে?
উত্তর : তামিম ইকবাল; প্রথম বাংলাদেশি রকিবুল হাসান।
প্রশ্ন : ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ। ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কারা?
উত্তর : পুরুষ— নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী সােফিয়া কেনিন (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ফেব্রুয়ারি ২০২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশত রান করেন কে?
উত্তর : কুশল মাল্লা; নেপাল।