আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs September 2020 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০

Current Affairs September 2020 কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

প্রশ্ন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ কোথায় অবস্থিত?
উত্তর : হালিশহর, চট্টগ্রাম।

প্রশ্ন : দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ণ প্রকল্প কোনটি?
উত্তর : খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার।

প্রশ্ন : জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক কে?
উত্তর : তাসমিমা হােসেন, দৈনিক ইত্তেফাক।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা আলােকচিত্রী কে?
উত্তর : সাইদা খানম।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) কে?
উত্তর : অ্যাডভােকেট রেহানা খানম বিউটি।

আরো পড়ুন : Current affairs October 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০

প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (KEC), দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন : দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপাের্ট নির্মিত হবে কোথায়?
উত্তর : কাওলা, ঢাকা।

প্রশ্ন : DNA ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর : ঢাকা।

প্রশ্ন : দেশে লবণ পরিশােধিত হয় কতটি পদ্ধতিতে?
উত্তর : ৩টি ভ্যাকুয়াম ইভাপােরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি।

প্রশ্ন : বাংলাদেশের মােট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে?
উত্তর : প্রায় ১২%।

প্রশ্ন : কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘােষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে?
উত্তর : হালদা নদী।

প্রশ্ন :বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম?
উত্তর : ৬২.৫৮ গ্রাম।

প্রশ্ন : সমুদ্রসম্পদ রক্ষায় কোন দ্বীপকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘােষণা করা হয়েছে?
উত্তর : নিঝুম দ্বীপ।

রিপাের্ট-সমীক্ষায় বাংলাদেশ

প্রশ্ন : মাথাপিছু GDP কত?
উত্তর : ১,৯৭০ মার্কিন ডলার।

প্রশ্ন : GDP’র প্রবৃদ্ধির হার কত?
উত্তর : ৫.২৪%।

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ২য়।

আরো পড়ুন : Current Affairs November 2020 MCQ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০[PDF]

প্রশ্ন : একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।

প্রশ্ন : ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।

আন্তর্জাতিক

প্রশ্ন : ২০২০ সালের OIC’র যুব রাজধানী কোন শহর?
উত্তর : ঢাকা; বাংলাদেশ।

প্রশ্ন : সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন?
উত্তর : নিউজিল্যান্ড।

প্রশ্ন : লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে কবে?
উত্তর : ৪ আগস্ট ২০২০।

প্রশ্ন : ইসরাইলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে?
উত্তর : ইসমাইল খালেদি।

আরো পড়ুন : Current Affairs bd November 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০

প্রশ্ন : ১৮ আগস্ট ২০২০ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মােহাম্মদের নতুন দলের নাম কী?
উত্তর : পার্টি পেজুয়াং তানাহ এয়ার। তবে এ দলকে সংক্ষেপে ‘পেজুয়াং’ বা ‘যােদ্ধা’ নামেই ডাকা হবে।

প্রশ্ন : রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : ৭ আগস্ট ২০২০ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : মনােজ সিনহা।

প্রশ্ন : ৬ আগস্ট ২০২০ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প চীনভিত্তিক কোন দুটি অ্যাপ নিষিদ্ধ করেন?
উত্তর : TikTok ও WeChat

প্রশ্ন : মােবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং – অ্যাপ WeChat’র উদ্ভাবক কে?
উত্তর : ঝাং জিয়ালং।

প্রশ্ন : আন্তর্জাতিক বাজারে সােনার দাম নির্ধারণ হয় কোন এককে?
উত্তর ; আউন্স হিসাবে। এক আউন্স সমান। 3 ৩১.১০৩ গ্রাম।

প্রশ্ন : কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে?
উত্তর : ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

প্রশ্ন : ১৮ আগস্ট ২০২০ কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে?
উত্তর : মালি।

প্রশ্ন : বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট করবিশিষ্ট স্থান কোনটি?
উত্তর : হংকং।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : Five Eyes (FVEY) কী?
উত্তর : অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গােয়েন্দা সহযােগিতা বিষয়ক জোট; গঠিত ১৪ আগস্ট ১৯৪১।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : সিরাম ইনস্টিটিউট; পুনে, ভারত।

রিপাের্ট-সমীক্ষায় বিশ্ব

প্রশ্ন :২০২০ সালের বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি?
উত্তর :নাইজার।

প্রশ্ন : স্বর্ণ মজুদে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : বিশ্বে মােট বনভূমির আয়তন কত?
উত্তর : ৪.০৬ বিলিয়ন হেক্টর।

প্রশ্ন : বিশ্বে মােট কতটি উদ্ভিদ প্রজাতি রয়েছে?
উত্তর : ৬০,০৮২টি।

প্রশ্ন : সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে কোন দেশে?
উত্তর :ব্রাজিল; ৯,২২৩টি।

প্রশ্ন : বিশ্বে মােট ম্যানগ্রোভ বনের আয়তন কত?
উত্তর : ১৪.৭৯ মিলিয়ন হেক্টর।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button