আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট ওয়ার্ল্ড

Current World December 2019 কারেন্ট ওয়ার্ল্ড ডিসেম্বর ২০১৯

Current World December 2019 কারেন্ট ওয়ার্ল্ড ডিসেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

প্রশ্ন : “কমিউনিটি পুলিশিং ডে” কত তারিখ পালিত হয়?
উত্তর : ২৬ অক্টোবর (প্রতিপাদ্য : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’)।

প্রশ্ন : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের এশিয়া অঞ্চলের নতুন সেক্রেটারি জেনারেল কে?
উত্তর : আইনজীবী আদিলুর রহমান খান।

প্রশ্ন : বাংলাদেশ টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন কমিশনার কে?
উত্তর : সুব্রত রায় মৈত্র।

প্রশ্ন : দেশে বর্তমানে ট্যানারি পল্লী আছে কতটি?
উত্তর : ১টি, সাভারে।

প্রশ্ন : জাপানিজ সােসাইটি অব ইনহ্যারিটেড; ম্যাটাবলিক ডিজঅর্ডারস কর্তৃক সেরা বিজ্ঞানী-২০১৯ নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি বংশােদ্ভূত তরুণ-
উত্তর : ডা. আরিফ হােসেন।

প্রশ্ন : সম্প্রতি বরিশাল হতে ভােলা পর্যন্ত যে সড়ক সেতু নির্মাণের ঘােষণা দেওয়া হয় তার দৈর্ঘ্য কত হবে?
উত্তর : প্রায় ৮ কিলােমিটার।

আরো পড়ুন : কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্রের সংখ্যা কত?
উত্তর : ২৮টি (চালু ২৩টি)।

প্রশ্ন : সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮-এর নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোন দুটি?
উত্তর : ঢাকা অ্যাটাক (২০১৭), পুত্র (২০১৮)।

প্রশ্ন : ২৬ নভেম্বর, ২০১৯ পর্যন্ত পদ্মা সেতুর কতটি স্প্যান বসেছে?
উত্তর : ১৭ টি।

প্রশ্ন : একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ৭ নভেম্বর, ২০১১-১৪ নভেম্বর, ২০১৯।

প্রশ্ন : ‘প্রানেটরি ইমারজেন্সি’ কী?
উত্তর : জলবায়ু সমস্যা মােকাবেলায় দ্রুত। কার্যকর ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সংসদে সর্বসম্মতভাবে পাশ হওয়া একটি প্রস্তাব।

প্রশ্ন : সম্প্রতি বােয়িংয়ের সাথে বিমান বাংলাদেশ কোন মডেলের দুটি বিমান কেনার চুক্তি সাক্ষর করে?
উত্তর : ৭৮৭-৯।

প্রশ্ন : ‘শিশু আইন-২০১৩’ অনুযায়ী, কত বছরের নিচে কোনাে শিশুই অপরাধী বা শাস্তির যােগ্য বলে গণ্য হবে না?
উত্তর : নয় বছর।

প্রশ্ন : নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD) এর সভাপতি কে?
উত্তর : শেখ হাসিনা।

প্রশ্ন : “World Craft City for Jamdani” হিসেবে স্বীকৃত কোন নগরী?
উত্তর : সোনারগাঁও।

প্রশ্ন : “হে বন্ধু বঙ্গবন্ধু” শিরােনামের গানটির গীতিকারের নাম কী?
উত্তর : গাজী মাজহারুল আনােয়ার।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : কাতারপুর করিডাের’ কী?
উত্তর : ভারতীয় শিখদের গুরুদুয়ারা দরবারে যাওয়ার অনুমতিস্বরূপ চুক্তিবদ্ধ একটি পাক-ভারত ভিসাহীন করিডাের।

প্রশ্ন : “হােয়াটস অ্যাপ বিক্ষোভ” কী?
উত্তর : লেবানন সরকারের Whats App ব্যবহারের উপর করারােপের ফলে। জনগণ কর্তৃক উদ্ভূত বিক্ষোভ।

প্রশ্ন : আইএস বা ইসলামিক স্টেট এর বর্তমান প্রধান নেতা কে?
উত্তর : আব্দুল্লাহ কারদাশ।

আরো পড়ুন : কারেন্ট ওয়ার্ল্ড অক্টোবর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : আটটি শক্তিধর মুসলিম দেশের সমন্বিত অর্থনৈতিক জোটকে কী বলা হয়?
উত্তর : ডি এইট (D-8)।

প্রশ্ন : “COP-25” কী?
উত্তর : জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন।

প্রশ্ন : ৩৫তম আসিয়ান সম্মেলন ২০১৯ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্যাংকক, থাইল্যান্ড।

প্রশ্ন : আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষ বিরােধী ব্যবসায়িক সংগঠন ‘ট্রেস এর রিপাের্ট অনুযায়ী, বিশ্বের শীর্ষ ঘুষমুক্ত দেশ কোনটি?
উত্তর : নেদারল্যান্ড।

প্রশ্ন : ‘ট্রেস ব্রাইবারি রিস্ক মেট্রিক্স-২০১৯ রিপাের্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় ঘুষের ঝুঁকিতে শীর্ষে আছে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

খেলাধুলা

প্রশ্ন : অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসােসিয়েশনের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের কোন খেলােয়াড় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়?
উত্তর : সাকিব আল হাসান।

বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনীতি

প্রশ্ন : এনবিআর বর্তমানে আমদানিকৃত ফলের ক্ষতিকর কেমিক্যাল পরীক্ষা করে কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তর : র‌্যামন স্পেকট্রোমিটার।

প্রশ্ন : অর্গানাইজেশন ফর ইকোনােমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক প্রকাশিত “ট্যাক্সিং ওয়েজেস ২০১৮” শীর্ষক জরিপ অনুযায়ী বিশ্বে
কর আদায়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বেলজিয়াম।

প্রশ্ন : ‘ফোরদু’ কী?
উত্তর : ইরানের পারমাণবিক কারখানা।

প্রশ্ন : সার্কভুক্ত দেশসমূহের জন্য ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত ব্যবহার করা যায়?
উত্তর : পাঁচ হাজার ডলার (বাংলাদেশি সর্বোচ্চ ১০ লাখ টাকা)।

প্রশ্ন : IMF এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে বলে আভাস পাওয়া যায়?
উত্তর : ৭.৮ শতাংশ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button