আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট ওয়ার্ল্ড

Current World January 2020 কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০

Current World January 2020 কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান এখানে দেওয়া হলো। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।

প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য ‘বিমূর্ত মুক্তিযুদ্ধ’ কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে।

প্রশ্ন : বিমান বাংলাদেশের বহরে যুক্ত হওয়া নতুন দুটি ড্রিমলাইনারের নাম কী?
উত্তর : ‘সােনার তরি’ ও ‘অচিন পাখি।

প্রশ্ন : বিমান বাংলাদেশের বহরে মােট বােয়িং বিমান রয়েছে কতটি?
উত্তর : ১২টি।

প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
উত্তর : খুলনা।

প্রশ্ন : শেখ হাসিনা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত?
উত্তর : হবিগঞ্জ, সিলেট।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর : ২০২১-২০২৫।

প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী?
উত্তর : দেশের অভ্যন্তরে আয়বৈষম্য কমানাে।

প্রশ্ন : BRAC-এর পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Rehabilitation Assistance Committee.

প্রশ্ন : বর্তমানে BRAC পৃথিবীর কতটি দেশে তাদের কর্মকান্ড সম্পাদনা করে?
উত্তর : ১১টি।

আরো পড়ুন : কারেন্ট ওয়ার্ল্ড জানুয়ারি ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন : NSDA(National Skill Development Authority-জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে?
উত্তর : ২৬ আগস্ট, ২০১৪।

প্রশ্ন : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন : বিদেশে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে কতটি?
উত্তর : ২টি। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড।

প্রশ্ন : ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমােক্রেসি অ্যাক্ট’ কী?
উত্তর : হংকংয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক চালুকৃত একটি আইন (২৪’ডিসেম্বর চালু)।

প্রশ্ন : সিভিএফ (CVF)-এর পূর্ণরূপ কী?
উত্তর : Climate Vulnerable Forum

প্রশ্ন : সিভিএফের (CVF) বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : হিলডা হাইন।

প্রশ্ন : মার্কিন সাময়িকী ‘টাইমস বর্ষসেরা ব্যক্তিত্ব ২০১৯’ কে?
উত্তর : গ্রেটা থানবার্গ।

প্রশ্ন : ভারতের বহুল আলােচিত নাগরিকত্ব সংশােধনী বিলের’ মূল কথা কী?
উত্তর : বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়ে ভারতে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন ও পারসি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব প্রদান।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের পূর্বে মার্কিন ইতিহাসে অভিশংসিত দুইজন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : ‘উইঘুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট’ কোন দেশ কর্তৃক উত্থাপিত (৩ ডিসেম্বর, ২০১৯) বিল?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : কোন পাচটি দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে কুয়ালালামপুর সামিট২০১৯’ অনুষ্ঠিত হয়?
উত্তর : ইরান, মালয়েশিয়া, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া।

প্রশ্ন : ‘Power of Siberia ?
উত্তর : চীন ও রাশিয়ার মধ্যে চালুকৃত বিশ্বের সবচেয়ে দীর্ঘ গ্যাস পাইপলাইন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র-প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে কবে?
উত্তর : ৪ নভেম্বর, ২০২০।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর : ৩ নভেম্বর, ২০২০।

প্রশ্ন : লুভি গ্লোবাল ডিপ্লোমেটিক ইনডেক্স অনুসারে, বর্তমানে (ডিসেম্বর, ২০১৯) পৃথিবীর কোন দেশটির বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর : চীন। দূতাবাস- ৯৬টি, কূটনীতিবিদ-২৭৬ জন।

প্রশ্ন : ফিফার সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৮৭তম।

প্রশ্ন : ২০১৯ এস-এ গেমসে বাংলাদেশের অর্জন কী কী?
উত্তর : ১৯টি স্বর্ণপদক, ৩২টি রৌপ্য পদক ও ৮৭টি তাম্রপদক।

প্রশ্ন : ২০১৯ এস-এ গেমসে শীর্ষ পদক প্রাপ্ত দেশ কোনটি?
উত্তর : ভারত, ৩১২। (১৭৪ সােনা, | ৯৩ রূপা, ৪৫ তামা)।

প্রশ্ন : সম্প্রতি ওয়ার্ল্ড অ্যান্টি ডােপিং এজেন্সি সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযােগিতা থেকে ৪ বছরের নিষেধাজ্ঞা আরােপ করে কোন দেশটির উপর?
উত্তর : রাশিয়া।

প্রশ্ন : বাংলাদেশের ফিফা স্বীকৃত একমাত্র আন্তর্জাতিক নারী ফুটবল রেফারির নাম কী?
উত্তর : জয়া চাকমা।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বৈশ্বিক নীতিনির্ধারক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : বাহরাইন ভিত্তিক অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন’ (AAOIFI)।

প্রশ্ন : কপ সম্মেলন আরাে কী নামে পরিচিত?
উত্তর : কিয়ােটো সম্মেলন ও প্যারিস জলবায়ু চুক্তি সম্মেলন।

প্রশ্ন : জাতিসংঘের দুর্নীতিবিরােধী সনদকে কী বলা হয়?
উত্তর : UNCAC (United Nations Convention Against Corruption).

প্রশ্ন : ভােক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : বিকাশ।

প্রশ্ন : বাণিজ্যিকভাবে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে আইবিএম। এর নাম কী?
উত্তর : আইবিএম কিউ সিস্টেম ওয়ান।

প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত ক্ষীরসাপাত আম কোন জেলার?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্ন : রােহিঙ্গাদের নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ড পান রােহিঙ্গা বংশােদ্ভূত কোন বাংলাদেশি?
উত্তর : রাজিয়া সুলতানা।

প্রশ্ন : ২০১৯ দেশের প্রথম সাপের বিষের ডাটাবেজ তৈরি করেন কে?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স – ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু রেজা।

প্রশ্ন : ২০১৯ সাহিত্যে স্বাধীনতা পদক পান কে?
উত্তর : হাসান আজিজুল হক।

প্রশ্ন : ২০১৯-এ চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পান কে?
উত্তর : ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম।

প্রশ্ন : নিউজিল্যান্ডের কোন দুটি মসজিদে ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় হামলার শিকার হয়?
উত্তর : আল নুর, লিউড মসজিদ।

প্রশ্ন : ‘রেইওয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : শৃঙ্খলা ও ঐক্য’।

প্রশ্ন : নটরডেম ক্যাথেড্রল’ চার্চ কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিসের সেইন নদীর লেদেলা সাইট নামক দ্বীপে।

প্রশ্ন : দ্য স্টেট অব গ্লোবাল এয়ার- ২০১৯ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : পঞ্চম।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশে মােট চা-বাগান রয়েছে কতটি?
উত্তর : ১৬৭টি। (এপ্রিল, ২০১৯)

প্রশ্ন : পিটিপি (PTP) চুক্তি বলতে কী বােঝায়?
উত্তর : ডব্লিউটিওর পেপারলেস ট্রেড পলিসিকে বলা হয় (PT2) চুক্তি।

প্রশ্ন : হাসান আল বলখিয়া কোন দেশের সুলতানের নাম?
উত্তর : ব্রুনাই।

প্রশ্ন : কোন দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র?
উত্তর : ইরানের রেভ্যুলেশনারি গার্ড।

প্রশ্ন : প্রথমবারের মতাে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত তারিখ?
উত্তর : ২৪ এপ্রিল, ২০১৯।

প্রশ্ন : কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : ভাদিভােস্তাকে (রাশিয়া)

প্রশ্ন : বাংলাদেশের হাইকোর্ট, আপিল বিভাগ ও জেলা জজ হিসেবে প্রথম নারী ব্যক্তিত্বের নাম কী?
উত্তর : নাজমুন আরা সুলতানা।

প্রশ্ন : বাসনভিত্তিক অনলাইন ওয়েবসাইট নোপর্ক এর ‘উইমেন্স লিভেবিলিটি ইনডেক্স ২০১৯’ প্রতিবেদনের তথ্য অনুসারে বর্তমান বিশ্বে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ কোনটি?
উত্তর : নরওয়ে (মে, ২০১৯)।

প্রশ্ন : দেশের প্রথম ডিটিএইচ সেবা প্রদানকারী সংস্থার নাম কী?
উত্তর : বেক্সিমকো বাংলাদেশ।

প্রশ্ন : দেশের কোস্টগার্ড বাহিনীর একমাত্র প্রশিক্ষণকেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : কুয়াকাটা, পটুয়াখালী।

প্রশ্ন : উজডেন বর্ষসেরা ক্রিকেটার ২০১৮’ কে?
উত্তর : বিরাট কোহলি।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের জরুরি সেবার হটলাইন নম্বর কত?
উত্তর : ১৬২৩৬।

প্রশ্ন : বাংলাদেশ বন বিভাগের জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি?
উত্তর : ১১৪টি (মে, ২০১৯)।

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরের বাজেটের স্লোগান কী?
উত্তর : সমৃদ্ধির সােপানে বাংলাদেশ, সময় এখন আমাদের।

প্রশ্ন : ঢাকা টু বেনাপােল সরাসরি বিরতীহীন যে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে তার নাম কী?
উত্তর : বেনাপােল এক্সপ্রেস।

প্রশ্ন : বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কী?
উত্তর : টি-শার্ট।

প্রশ্ন : বিশ্বে অ্যাকুয়াকালচার পদ্ধতিতে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : পঞ্চম।

প্রশ্ন : একক দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজার কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ১৫তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : রিয়াদ, সৌদি-আরব (২০২০ সাল)।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে এক আসরে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ রান অর্জনকারী খেলােয়াড় কে?
উত্তর : সাকিব আল হাসান (৬০৬ রান)।

প্রশ্ন : সংবিধানের কোন ধারা বাতিলের মাধ্যমে ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে?
উত্তর : ৩৭০ ও ৩৫ (ক)।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : ভারতের গণতন্ত্রীয় রাজনীতির ইতিহাসে কালাে-সােমবার হিসেবে খ্যাত কোন দিনটি?
উত্তর : ৫ আগস্ট, ২০১৯।

প্রশ্ন : ৩৭০ ধারার মূল কথা কী?
উত্তর : প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যােগাযােগ ছাড়া অন্য কোনাে বিষয়ে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ থাকবে না।

প্রশ্ন : রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্বে বিল উত্থাপন করেন কে?
উত্তর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রশ্ন : এশিয়ার নােবেলখ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার ২০১৯ প্রাপ্ত দুই সাংবাদিকের নাম কী?
উত্তর : কিম জংকির ও রবিশ কুমার।

প্রশ্ন : ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে কোথায়?
উত্তর : খুলনায়।

প্রশ্ন : এডিবির রিপাের্ট অনুযায়ী অর্থনীতিতে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৩তম।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস’ উদৃবােধন করেন কবে?
উত্তর : ১৭ সেপ্টেম্বর, ২০১৯।

প্রশ্ন : ইকোনােমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের নিরাপদ নগরীর ইনডেক্স ২০১৯ রিপাের্ট অনুসারে চাকার অবস্থান কততম?
উত্তর : ৫৬তম (৬০ এর মধ্যে)।

প্রশ্ন : রেক্স’ সুবিধা বলতে কী বােঝায়?
উত্তর : ইইউর চালু করা একটি পদ্ধতি। যেখানে অনলাইনে যেকোনাে রপ্তানিকারক তার পণ্যের জিএসপি সনদ নিজেই ইস্যু করতে পারবে।

প্রশ্ন : জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ৬ সেপ্টেম্বর, ২০১৯।

প্রশ্ন : বিশ্বে প্রথমবারের মতাে ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচী পালিত হয় কোথায়?
উত্তর : কেনিয়ায়।

প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যয় ঠেকানাের লক্ষ্যে ফ্রাইডেস-ফর-ফিউচার’ নামক আন্দোলনের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পুরস্কারপ্রাপ্ত কিশােরীর নাম কী?
উত্তর : গ্রেটা থানবার্গ।

প্রশ্ন : ড্রোন হামলার শিকার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শােধনাগার দুটির নাম কী?
উত্তর : আবকাইক ও খুরাইস।

প্রশ্ন : ইআইইউ কর্তৃক প্রকাশিত নিরাপদ নগরীর ইনডেক্স ২০১১’ শীর্ষক রিপাের্ট অনুযায়ী, বিশ্বে শীর্ষ নিরাপদ নগরী কোনটি?
উত্তর : জাপানের টোকিও।

প্রশ্ন : NRC এর পূর্ণরূপ কী?
উত্তর : “National Register of Citizens”.

প্রশ্ন : জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ’ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কারে ভূষিত করে?
উত্তর : চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়খ।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০১৯ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : সর্বশেষ কোন ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ অনূদিত হয়?
উত্তর : রুশ (রাশিয়ান ভাষা)।

প্রশ্ন : অসমাপ্ত আত্মজীবনী’ রুশ ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর : রাশিয়ান অধ্যাপক ভি নমকিন’।

প্রশ্ন : বাংলা কত বঙ্গাব্দ থেকে আশ্বিন মাস ৩১ দিনে গণনা শুরু হয়েছে?
উত্তর : ১৪২৬(২০১৯)।

প্রশ্ন : ২০১৮ সালে সাহিত্যে নােবেল বিজয়ী সাহিত্যিকের নাম কী?
উত্তর : ওলগা তােকারচুক।

প্রশ্ন : পরমাণু অস্ত্র নিরােধ সংক্রান্ত চুক্তি “treaty on the prohibitation of Nuclear weapons”-4 usta পর্যন্ত মােট কতটি দেশ স্বাক্ষর করেছে?
উত্তর : ৩২টি।

প্রশ্ন : হাগিবিস’ শব্দের অর্থ কী?
উত্তর : ক্ষিপ্রতা। এটি তাগালগ যা ফিলিপিনিদের ভাষা-এর একটি শব্দ।

প্রশ্ন : ২০১৮-১৯ মৌসুমে ইউরােপিয়ান গােল্ডেন বুট’ প্রাপ্ত খেলােয়াড়ের নাম কী?
উত্তর : লিওনেল মেসি।

প্রশ্ন : দেশে বর্তমানে ট্যানারি পল্লি আছে কতটি?
উত্তর : ১টি, সাভারে।

প্রশ্ন : জাপানিজ-সোেসাইটি অব ইনহ্যারিটেড ম্যাটাবলিক ডিজঅর্ডারস কর্তৃক সেরা বিজ্ঞানী-২০১৯ নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি বংশােদ্ভূত তরুণ-
উত্তর : ডা. আরিফ হােসেন।

প্রশ্ন : সম্প্রতি বরিশাল হতে ভােলা পর্যন্ত যে সড়ক সেতু নির্মাণের ঘােষণা দেওয়া হয় তার দৈর্ঘ্য কত হবে?
উত্তর : প্রায় ১১ কিলােমিটার।

প্রশ্ন : বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্রের সংখ্যা কত?
উত্তর : ২৮টি

প্রশ্ন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮-এর নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোন দুটি?
উত্তর : ঢাকা অ্যাটাক (২০১৭), পুত্র (২০১৮)।

প্রশ্ন : ‘প্লানেটরি ইমারজেন্সি’ কী?
উত্তর : জলবায়ু সমস্যা মােকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সংসদে সর্বসম্মতভাবে পাশ হওয়া একটি প্রস্তাব।

প্রশ্ন : “World Craft City for Jamdani” স্বীকৃত কোন নগরী?
উত্তর : সােনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রশ্ন : ৩৫তম আসিয়ান সম্মেলন ২০১৯ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ব্যাংকক, থাইল্যান্ড।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button