বিসিএস লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন্স : সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি উপকারী হবে। ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও গুছানাে ও সহজবােধ্য করতে বিষয়ভিত্তিক সাজেশন্স ও বিগত বছরের প্রশ্ন নিয়ে চলছে আমাদের ধারাবাহিক আলােচনা। এ পর্বে থাকছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সাজেশন্স।
সম্ভাব্য প্রশ্ন
ক. সম্পূরক প্রােটিন বা মিশ্র প্রােটিন কী? বিভিন্ন খাদ্যের সংমিশ্রণে সম্পূরক প্রােটিন তৈরি করার উপায় কী?
খ. উদাহরণসহ প্রােটিনের শ্রেণিবিন্যাস আলােচনা করুন।
গ. প্রােটিনের বৈশিষ্ট্য আলােচনা করুন।
ক. আদর্শ খাদ্য পিরামিড কাকে বলে?
খ. সবুজ শাক সবজি কিছু তেল দিয়ে রান্না কতে হয় কেন?
গ. ডাবের পানি উপকারী কেন? কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?
ঘ. ক্লোরেলা কী? এতে কোন ভিটামিন বিদ্যমান?
ক. DNA-এর ভৌত ধর্ম ও রাসায়নিক গঠন বর্ণনা করুন।
খ. সিস্ট্রোন (Cistron) ও রেকন (Recon) কী?
গ. কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করুন। বাংলাদেশে জিএম পণ্যের সাফল্ল্য আলােচনা করুন।
ক. কলেরা রােগের কারণ ও প্রতিকার কী? আমাশয় কেন হয়?
খ. EPI কী? শিশুদের মারাত্মক রােগের হাত থেকে রক্ষা করার জন্য কখন টিকা দিতে হয়?
গ. কেমােথেরাপি ও রেডিওথেরাপি কী? চিকিত্সকগণ কী কী কারণে রােগীকে এনজিওগ্রাম করার পরামর্শ দেন?
ক. বর্ণালিতে দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্য বর্ণনা করুন।
খ. ফটো তড়িৎ ক্রিয়া বলতে কী বােঝায়? আইনস্টাইনের আলােক তড়িৎ সমীণ লিখুন।
গ. বীক্ষণ কোণ কী? ‘হীরকের প্রতিসরাঙ্ক কাচের চেয়ে বেশি’-এর অর্থ কী?
ঘ. সৌরশক্তি বলতে কী বােঝায়? এর ২টি ব্যবহারের নাম লিখুন।
ক. সুর ও স্বরের মধ্যে পার্থক্য লিখুন। সকল হারমােনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমােনিক নয় ব্যাখ্যা করুন।
খ. শব্দের ক্ষেত্রে ডপলারের ক্রিয়া ব্যাখ্যা করুন।
গ. মাইক্রোফোন কী? মাইক্রোফোন কত প্রকার ও কী কী? ডায়নামিক মাইক্রোফোন কীভাবে তৈরি করা হয়?
ক. ফেরােচৌম্বক, প্যারাচৌম্বক ও ডায়াচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
খ. কৃত্রিম চুম্বক কত প্রকার ও কী কী? উদাহরণসহ সংজ্ঞা দিন।
গ. সান্ট কী? বায়ােট-স্যাভার্ট এর সূত্র বিবৃত করুন।
বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন
ক. ক্রোমােজোমের রাসায়নিক গঠন লিখুন।
খ. ফাস্ট ফুড কীভাবে মানব শরীরের ক্ষতিসাধন করে?
গ. কৃষি উন্নয়নে জিন প্রযুক্তির গুরুত্ব আলােচনা করুন। [৪১তম বিসিএস]।
ক. সদিক ও অদিক রাশির সংজ্ঞা দিন।
খ. শব্দ দূষণ কী? এর ফলে কী ক্ষতি হয়?
গ. স্বরকম্পের প্রয়ােগ লিখুন। [৪১তম বিসিএস]।
ক. অ্যাসিড ও ক্ষারের সংজ্ঞা লিখুন।
খ. দুর্বল ও শক্তিশালী এসিডের তিনটি করে নাম লিখুন।
গ. ভিনিগার কী? এর রাসায়নিক সংকেত লিখুন। ভিনিগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন? [৪১তম বিসিএস]।
ক. এসিড বৃষ্টি কী? প্রকৃতিতে এসিড বৃষ্টির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করুন। এসিড বৃষ্টির ফলে মানুষের দৈনন্দিন জীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আলােচনা করুন।
খ. জৈবপ্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তি কী? জৈব প্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তির প্রয়ােগক্ষেত্রগুলাে বর্ণনা করুন।
গ. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? [৪০তম বিসিএস]
ক. অতিবেগুনী রশ্মি কী? এটা কী কী কাজে ব্যবহৃত হয়?
খ. প্রভা কী? প্রভা কত প্রকার ও কী কী? চিকিৎসা ক্ষেত্রে প্রভার ব্যবহার বর্ণনা করুন।
গ. একটি চুম্বকের পােলারিটি ও কুরি বিন্দু বলতে কী বােঝায়? ফেরােচৌম্বকত্ব কী? একটি ফেরােচুম্বককে কীভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায়। বর্ণনা করুন। [৪০তম বিসিএস]
ক. ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ লিখুন।
খ. ডেঙ্গু ভাইরাসের জেনেটিক বিস্তার রােধে আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন? অ্যান্টিবায়ােটিকস সমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরােধে কার্যকর নয় কেন?
গ. রাতকানা রােগ কী? কী কারণে রাতকানা রােগের সৃষ্টি হয় বিস্তারিত আলােচনা করুন। এ রােগের প্রতিকারে কী পদক্ষেপ নেওয়া উচিত?
ঘ. সুষম খাবারের উপাদানসমূহ কী। কী? খাদ্যাভ্যাস শরীরের ওজন বাড়ায় পরবর্তীতে তা কীভাবে ডায়াবেটিস-এর কারণ হয়ে দাঁড়ায়। আলােচনা করুন। [৪০তম বিসিএস]।